India-China Border Violence| 'বিহার রেজিমেন্টের জন্য দেশ গর্বিত,' মেগা রোজগার প্রকল্পের উদ্বোধনে বললেন মোদি

Last Updated:

লাদাখ সীমান্তে সংঘর্ষে যে ২০ জন জওয়ান শহিদ হয়েছেন, তাঁরা সকলেই বিহার রেজিমেন্টের৷ মোদি বললেন, 'বিহার রেজিমেন্টের জন্য দেশ গর্বিত৷'

#নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লকডাউনে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের রোজগারের জন্য ৫০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প গরিব কল্যাণ রোজগার অভিযান, আজ অর্থাত্‍ শনিবার লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লাদাখ সীমান্তে সংঘর্ষে যে ২০ জন জওয়ান শহিদ হয়েছেন, তাঁরা সকলেই বিহার রেজিমেন্টের৷ মোদি বললেন, 'বিহার রেজিমেন্টের জন্য দেশ গর্বিত৷'
গরিব কল্যাণ রোজগার অভিযানে ৬টি রাজ্যের ১১৬টি জেলায় পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা হবে৷ তাদের কাজের বন্দোবস্ত করা হবে স্কিল অনুযায়ী৷ বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশা-- এই ৬ রাজ্যের ১১৬টি জেলা এই প্রকল্পটির আওতায় থাকছে৷ লকডাউনের সময় সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক ফিরেছে এই রাজ্যগুলিতেই৷
advertisement
advertisement
মোদি এ দিন বলেন, 'আমাদের বাহিনীর বলিদানে গোটা দেশ গর্বিত৷ আমি গর্বের সঙ্গে বলছি, বিহার রেজিমেন্টের উপরে হামলা হয়েছিল৷ সেই শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা৷ আমি ওই পরিবারগুলিকে বলতে চাই, দেশ আপনাদের সঙ্গে আছে৷ দেশ ভারতীয় সেনার পাশে আছে৷'
এ দিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদির উপস্থিতিতে মেগা সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ মোদির ভিডিও কনফারেন্সে যোগ দেন আরও ৫টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীরা৷ প্রকল্পটির ভার্চুয়াল উদ্বোধন হয় বিহারের খাগারিয়া জেলার তেলিহার গ্রামে৷
advertisement
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
India-China Border Violence| 'বিহার রেজিমেন্টের জন্য দেশ গর্বিত,' মেগা রোজগার প্রকল্পের উদ্বোধনে বললেন মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement