ভারতের সুরক্ষা ব্যবস্থার ওপর নজরদারি, 'ক্ষতিকর' চিনা অ্যাপগুলি হল নিষিদ্ধ

Last Updated:

নজরদারি ও তথ্য চুরির অভিযোগ উঠছিল অনেক দিন থেকে৷ এবার চিনের সেই 'চুরির' পথ বন্ধ করল ভারত সরকার

#নয়াদিল্লি: চিনা অ্যাপের নজরদারি নিয়ে অভিযোগ নিয়ে উঠছিল বহুদিন ধরে৷ চিনকে বয়কট করতে বন্ধ করতে হবে চিনের ব্যবসা এবং অবশ্যই চিনা পণ্য৷ যার মধ্যে চিনা জনপ্রিয় অ্যাপও ছিল৷ সেই গুলিকে বয়কটের ডাক দিচ্ছিল অনেকে৷ চিন-ভারত সংঘর্ষের পর রীতিমত এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল৷ এবার সেই পথে হাঁটল সরকার৷ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধের ঘোষণা হল৷ যার মধ্যে রয়েছে TikTok, Shareit, UC Browser-র মত অ্যাপগুলি৷
অ্যানড্রয়েড এবং আইফোনের আইওএস (iOS)-এ ক্রমাগত নজরদারি চালায় এই চিনা অ্যাপ এবং তথ্য চুরি করে৷ এই অভিযোগ ছিল৷ তাই এবার চিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি এই সিদ্ধান্ত সরকারের৷
এই পদক্ষেপের জন্য সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন The Confederation of All India Traders ( CAIT) প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছে৷ ইতিমধ্যেই দেশে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে তারা৷ তাদের সেই ডাকে যে আরও জোরদার হবে, মনে করেছেন এই সংগঠন৷
advertisement
advertisement
advertisement
৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণার ফলে চিনা মাল বয়কটের ডাক আরও জোরালো হবে৷ এর ফলে দেশের শক্তি বাড়াবে৷ এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ এবং এতে বাড়রে দেশের ঐক্য৷ বলছে The Confederation of All India Traders ( CAIT) ৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
ভারতের সুরক্ষা ব্যবস্থার ওপর নজরদারি, 'ক্ষতিকর' চিনা অ্যাপগুলি হল নিষিদ্ধ
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement