চিন বয়কটের ডাক! গুগল দেখে চিনা পণ্য়ের তালিকা করছে ভারতবাসী

Last Updated:

অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) ইতিমধ্যেই ৫০০ টি পণ্যের তালিকা তৈরি করেছেন যা চিন থেকে আসে।

#নয়াদিল্লি: কয়েক কোটি ভারতীয়র চোখ এই মুহূর্তে গুগলে। তাঁরা খুঁজছেন কোন কোন চিনা পণ্য বয়কট করা হবে তার তালিকা। হ্যাঁ, লাদাখ সীমান্তে ঘটে যাওয়া সংঘর্ষের ফলশ্রুতি এটাই।
ঠিক কী বলে সার্চ করা হচ্ছে গুগলে? দেখা যাচ্ছে ব্যবহারকারীরা কেউ লিখছেন, লিস্টস অফ চাইনিজ অ্যাপস ইন ইন্ডিয়া, কেউ লিখছেন লিস্টস অফ চাইনিজ প্রোডাক্টস, অল্টারনেটিভ টু চাইনিজ প্রোডাক্ট বলেও সার্চ করেছেন অনেকে।
বেশ কয়েক দিন ধরেই চিনা পণ্য বয়কটের ঝড় উঠেছিল ভারতে। সোনাম ওয়াংচুক (যাকে নিয়ে থ্রি ইডিয়ট তৈরি) দেশবাসীকে অনুরোধ করছিলেন চিনা পণ্য ব্যবহার না করতে। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় চিনা পণ্য বয়কট করার প্রস্তাব।
advertisement
advertisement
এর মধ্যেই সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে যায় সোমবার রাতে। গালওয়ান অঞ্চলে চিনা বাহিনীর অতর্কিত হামলায় কর্নেল-সহ ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। আগুনে ঘি ঢেলেছে এই ঘটনা। অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) ইতিমধ্যেই ৫০০ টি পণ্যের তালিকা তৈরি করেছেন যা চিন থেকে আসে। এর মধ্যে রয়েছে জুতো, ঘড়ি, আসবাব, হার্ডওয়্যার, হাতব্যাগ, কসমেটিক্স জাতীয় পণ্য। টিকটককেও আনইনস্টল করছেন অনেকে। গুগল দেখে চিনা পণ্য বাছাই করে বাদ দেওয়ায় মন দিয়েছেন কেউ কেউ।
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিন বয়কটের ডাক! গুগল দেখে চিনা পণ্য়ের তালিকা করছে ভারতবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement