ফের ভারত- চিন সেনার সংঘর্ষ, এবার সিকিমের নাকু লা-য় চিনা অনুপ্রবেশের চেষ্টা

Last Updated:
#নাকু লা: লাদাখের গালওয়ানের পর এবার সিকিমের নাকু লা৷ ফের সংঘর্ষে জড়াল ভারতীয় এবং চিনা সেনা৷ অভিযোগ, চিনা সৈন্যদের একটি টহলদারি দল ভারতীয় এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে৷ তখনই বাধা দেন ভারতীয় সেনা জওয়ানরা৷ এর পরই দু' পক্ষে সংঘর্ষ শুর হয়৷ সংঘর্ষে দুই বাহিনীর বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন বলে খবর৷
গত ১৮ জানুয়ারি এই ঘটনা ঘটলেও আজ, সোমবার তা প্রকাশ্যে এসেছে৷ লাদাখে অচলাবস্থা কাটাতে ভারত এবং চিনের সেনার মধ্যে নবম দফার বৈঠকের আগেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটল৷ সরকারি সূত্রের খবর, চিনাদের তুলনায় ঘটনাস্থলে অনেক বেশি সংখ্যক ভারতীয় জওয়ান ছিলেন৷ মূলত হাতাহাতিতেই জড়িয়ে পড়ে দু' পক্ষ৷ কোনও রকমের অস্ত্রের ব্যবহার হয়নি৷ ভারতীয়দের বাধা পেয়ে বাধ্য হয়েই পিছিয়ে যায় চিনা বাহিনী৷ সংখ্যায় বেশি থাকায় ভারতীয়দের দিকে আহতের সংখ্যাও কম৷ তুলনায় বেশি সংখ্যক চিনা সেনা আহত হয়েছেন৷ তবে কারও আঘাতই গুরুতর নয়৷ তবে গোটা সংঘাতের প্রক্রিয়া প্রায় ১৬ ঘণ্টা ধরে স্থায়ী হয়েছিল বলেই খবর৷
advertisement
তবে এই সংঘাতের ঘটনার পরেও চিনের সঙ্গে আলোচনার পথ থেকে পিছিয়ে আসছে না ভারত৷ তবে সংঘর্ষের পরে স্থানীয় ভাবে দু' দেশের সেনা কম্যান্ডাররাও নিজেদের মধ্যে আলোচনা করে উত্তেজনা প্রশমনের চেষ্টা শুরু করেন৷ তবে এই ঘটনার পর আরও সতর্ক হয়ে উঠেছে ভারতীয় বাহিনী৷ ভারতের আশঙ্কা, শীত যত কমবে, শুধু লাদাখ বা সিকিম নয়, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ডের সীমান্তেও চিনা আগ্রাসন আরও বাড়বে৷
advertisement
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
ফের ভারত- চিন সেনার সংঘর্ষ, এবার সিকিমের নাকু লা-য় চিনা অনুপ্রবেশের চেষ্টা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement