গালওয়ান সংঘর্ষের পরই দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারত, ক্ষুব্ধ চিন

Last Updated:

দক্ষিণ চিন সাগরের উপরে একাধিপত্য কায়েম করতে চায় চিন৷ সেখানে অন্য কোনও দেশের উপস্থিতি সহ্য করতে পারে না তারা৷

#নয়াদিল্লি: গালওয়ানে চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর পরই দক্ষিণ চিন সাগরে নিজেদের প্রথমসারির যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারতীয় নৌবাহিনী৷ সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে৷ ভারতীয় নৌবাহিনীর এই পদক্ষেপ নিয়ে দু'দেশের কূটনৈতিক আলোচনাতেও আপত্তি জানায় চিন৷ তা সত্ত্বেও অবশ্য যুদ্ধজাহাজকে দক্ষিণ চিন সাগরেই মোতায়েন করে রাখে ভারতীয় নৌবাহিনী৷
দক্ষিণ চিন সাগরের উপরে একাধিপত্য কায়েম করতে চায় চিন৷ সেখানে অন্য কোনও দেশের উপস্থিতি সহ্য করতে পারে না তারা৷ দক্ষিণ চিন সাগরের উপরে একাধিক দেশের দাবি রয়েছে৷ চিন অবশ্য তা মানতে চায় না৷ উল্টে সেখানে কৃত্রিম দ্বীপ এবং সামরিক পরিকাঠামো তৈরি করেছে তারা৷ যা নিয়ে চিনের উপরে বেজায় ক্ষুব্ধ আমেরিকা৷
advertisement
সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ চিন সাগরে মোতায়েন করা ভারতীয় যুদ্ধজাহাজটির সঙ্গে সেখানে মোতায়েন করা মার্কিন রণতরীগুলিরও নিয়মিত যোগাযোগ ছিল৷ অন্যান্য দেশের যুদ্ধজাহাজ বা জলযানগুলির উপরে সতর্ক নজর রাখছিল দুই দেশের নৌবাহিনী৷ দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর এই বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সারা হয়৷ যাতে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে হইচই না হয়৷
advertisement
advertisement
ওই একই সময়ে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কাছে মালাক্কা প্রণালীতেও নিজেদের যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত৷ সাধারণত ওই পথেই ভারত মহাসাগরে প্রবেশ করে চিনা জাহাজগুলি৷ ফলে চিনা নৌবাহিনী জলপথে কোনও আগ্রাসন যাতে দেখাতে না পারে, তা নিশ্চিত করতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ করে ভারতীয় নৌবাহিনী৷
এর পাশাপাশি জলপথে চিনা অনুপ্রবেশের উপরে নজরদারি চালাতে মানবহীন স্বয়ংক্রিয় জলযান এবং অত্যাধুনিক সেন্সর ও প্রযুক্তি কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী৷ মালাক্কা প্রণালী থেকে ভারত মহাসাগরে প্রবেশের পথে সমুদ্রের নীচে এই অত্যাধুনিক সাজ- সরঞ্জামগুলি মোতায়েন করা হবে৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
গালওয়ান সংঘর্ষের পরই দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারত, ক্ষুব্ধ চিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement