অনড় দু'পক্ষই, ছোটখাটো যুদ্ধের দিকে এগোচ্ছে ভারত- চিন?

Last Updated:

চিনের দিক থেকে বিচার করলে এই মুহূর্তে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে নরম মনোভাব দেখানোটাও অস্বস্তিকর৷

#লাদাখ: দু' পক্ষের কেউই যুদ্ধ চায় না৷ অন্তত মুখে এমনই দাবি করছে ভারত এবং চিন৷ কিন্তু প্রায় পাঁচ মাস ধরে সংঘাতের পরিস্থিতি চলার পরেও সমাধান সূত্র বেরোয়নি৷ ফলে পুরোদস্তুর যুদ্ধ না বাঁধলেও লাদাখ সীমান্তে দুই দেশ ছোটখাটো যুদ্ধের দিকেই এগোচ্ছে বলে ক্রমেই আশঙ্কা বাড়ছে৷
বৃহস্পতিবারও মস্কোয় দু' দেশের বিদেশমন্ত্রীর মধ্যে যে বৈঠক হয়েছে, তাতে সে অর্থে কোনও সমাধান সূত্র বেরোয়নি৷ বৈঠকের সারমর্ম এটুকুই যে দুই দেশই আরও আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে৷ গত কয়েক মাসের পরিপ্রেক্ষিতে যা নতুন কিছু নয়৷
বরং বৃহস্পতিবারের আলোচনার পরেও সীমান্তে বাস্তব পরিস্থিতির বিশেষ বদল ঘটেনি৷ উল্টে লাদাখে চিন আরও বেশি সংখ্যক সেনা মোতায়েন করছে বলে খবর৷ জানা গিয়েছে, প্যাংগং লেকের উত্তর প্রান্তে ফিঙ্গার থ্রি এলাকা দখলের জন্য সেনা জমায়েত করতে শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি৷
advertisement
advertisement
গত কয়েকদিনে ফিঙ্গার এলাকায় কৌশলগত ভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড়চূড়ো এবং উঁচু অংশের দখল নিয়ে নিয়েছে ভারতীয় সেনা৷ এবার একই চেষ্টা শুরু করেছে চিনা বাহিনী৷ ফলে যতই দু' দেশের মধ্যে কূটনৈতিক বৈঠক চলুক, বাস্তবে ফাঁকা পাহাড় চূড়ো এবং কৌশলগত ভাবে সুবিধেজনক উঁচু এলাকাগুলি দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে দুই দেশের সেনা৷
advertisement
আপাতত তাই লাদাখে পরিস্থিতি সরু সুতোর উপরে ঝুলছে৷ দুই দেশ মুখে দাবি করছে তারা যুদ্ধ চায় না৷ কিন্তু উত্তেজনা প্রশমনের জন্য প্রথম পদক্ষেপটিও নিতে চাইছে না কেউ৷
চিনের দিক থেকে বিচার করলে এই মুহূর্তে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে নরম মনোভাব দেখানোটাও অস্বস্তিকর৷ কারণ আগামী মাসেই চিনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ প্লেনাম শুরু হওয়ার কথা৷ সেখানে চিনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনের ঘোষণা করার কথা জিনপিংয়ের৷ মাও সে তুং-এর পর নিজেকে চিনা কমিউনিস্ট পার্টির সেরা নক্ষত্র হিসেবে তুলে ধরতে মরিয়া জিনপিং৷ একই সঙ্গে দলের শতবর্ষে দেশবাসীর সামনে নিজেকে এবং চিনকে প্রবল ক্ষমতাবান প্রমাণ করার দায়ও রয়েছে তাঁর৷ এই সময় ভারতের দাবি মেনে সেনা পিছিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া চিনের প্রেসিডেন্টের পক্ষে যথেষ্টই অস্বস্তির৷
advertisement
অন্যদিকে নিজেদের দেশে নির্বাচন থাকায় এখনই চিন- ভারতের সংঘাতে সেভাবে নাক গলাচ্ছে না আমেরিকাও৷ যদিও প্রকাশ্যে বার বারই এই উত্তেজনার জন্য চিনকে দায়ী করে ভারতকেই সমর্থন করেছে ডোনাল্ড ট্রাম্প সরকার৷ নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচন না থাকলে হয়তো দু' পক্ষকে নিরস্ত করতে আমেরিকাও আরও কিছুটা তৎপর হতো৷ সবদিক খতিয়ে দেখলে আপাতত লাদাখ সীমান্তে শান্তি ফেরার সম্ভাবনা বেশ ক্ষীণ৷ ফলে দুই দেশ এখনই পুরোদস্তুর যুদ্ধে যেতে না চাইলেও ছোটখাটো যুদ্ধ বাঁধার আশঙ্কা প্রতিদিনই বাড়ছে৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
অনড় দু'পক্ষই, ছোটখাটো যুদ্ধের দিকে এগোচ্ছে ভারত- চিন?
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement