#যোধপুর: শনিবার থেকে রাফাল যুদ্ধবিমানে ভারত-ফ্রান্সের যৌথ মহড়া শুরু হল৷ ভারতীয় বিমান বাহিনীর যোধপুর বিমান ঘাঁটিতে পাঁচ দিন ধরে চলবে 'ডেজার্ট নাইট ২১'৷
এদিন সাংবাদিক বৈঠক করেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান চিফ অফ এয়ার স্টাফ, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া৷ এদিন তাঁর কাছে দীর্ঘ কয়েক মাস ধরে চলা পূর্ব লাদাখের ভারত-চিন অশান্তি(India-China Standoff) প্রসঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) ভারতের অবস্থান জানতে চাওয়া হয়েছিল৷ ভাদোরিয়া বলেন, "চিন আগ্রাসন দেখালে, আমরাও আগ্রাসী হতে পারি"৷
If they can be aggressive, we can also be aggressive: IAF Chief Air Chief Marshal RKS Bhadauria on the possibility of the Chinese getting aggressive on LAC pic.twitter.com/m3pYmgR0ok
— ANI (@ANI) January 23, 2021
ভাদোরিয়া এদিন বলছেন যে, এলএসি-তে বিরাট সংখ্যায় চিনা সেনা মোতায়েন রয়েছে৷ তাদের কাছে রয়েছে বহু র্যাডার, সারফেস টু এয়ার মিসাইল ও সারফেস টু সারফেস মিসাইল৷ ভাদোরিয়া জানিয়ে দিয়েছেন যে, ভারত প্রস্তুত আছে৷ তাঁর বক্তব্য, "চিনা সৈন্য শক্তি বাড়িয়েছে, আমরাও যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রেখেছি৷" গত সপ্তাহে ভাদোরিয়া জানিয়ে ছিলেন যে, আন্তর্জাতিক আঙিনায় ভারত-চিন ভয়ঙ্কর বৈরিতা চিনের জন্য ভাল নয়৷
Rafale is a serious contender for our project to buy 114 multirole fighter aircraft: India Air Force Chief Air Chief Marshal RKS Bhadauria in Jodhpur pic.twitter.com/c0PnvDYqi2
— ANI (@ANI) January 23, 2021
অন্যদিকে ভাদোরিয়া রাফালের প্রসঙ্গে জানিয়েছেন যে, ভারত ১১৪টি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফ্ট কিনবে, তার মধ্যে রাফাল অন্যতম প্রতিদ্বন্দ্বী৷ যোধপুরে ফ্রান্সের আরও কিছু রাফাল রয়েছে ট্রেনিংয়ের জন্য৷ ভাদোরিয়া মনে করছেন ২০২৩-এর মধ্যে ভারত সবক'টি রাফাল পেয়ে যাবে৷ প্রায় ৪ বছর আগে ফ্রান্স সরকারের সঙ্গে ভারতের ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয় ৫৯ হাজার কোটি টাকায়৷ চুক্তি মতোই ধাপে ধাপে আসছে রাফাল যুদ্ববিমানগুলি৷
ভাদোরিয়া আরও জানিয়েছেন যে, ভারত অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (এএমসিএ) প্রকল্পের আওতায় ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) সঙ্গে কাজ করছে ফিফথ-জেনারেশন যুদ্ধবিমানের ওপর, ভবিষ্যতে সিক্সথ-জেনারেশন নিয়েও কাজ করার ইচ্ছা আছে ভারতের৷ তবে এখন ফোকাসে ফিফথ-জেনারেশন যুদ্ধবিমান৷