হোম /খবর /ভারত-চিন /
'চিনের দখলদারি কি মেনে নিল মোদি সরকার', প্রশ্ন তুলল কংগ্রেস

'চিনের দখলদারি কি মেনে নিল মোদি সরকার', প্রশ্ন তুলল কংগ্রেস

সীমান্তে যেভাবে চিনের তরফে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে, বৈঠকে তা নিয়েও কড়া আপত্তি জানিয়েছে ভারত৷ একই সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী বুঝিয়ে দেন, চিনের এই বিপুল সেনা মোতায়েন করা দুই দেশের মধ্যে থাকা ১৯৯৩ এবং ১৯৯৬ সালের চুক্তির পরিপন্থী এবং এই সেনা মোতায়েনের কারণেই বর্তমান সংঘাতের পরিস্থিতির সূত্রপাত৷ কেন এই বিপুল পরিমাণ সেনা তারা মোতায়েন করেছে, বৈঠকে চিন তার সদুত্তর দিতে পারেনি বলেই সূত্রের খবর৷

সীমান্তে যেভাবে চিনের তরফে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে, বৈঠকে তা নিয়েও কড়া আপত্তি জানিয়েছে ভারত৷ একই সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী বুঝিয়ে দেন, চিনের এই বিপুল সেনা মোতায়েন করা দুই দেশের মধ্যে থাকা ১৯৯৩ এবং ১৯৯৬ সালের চুক্তির পরিপন্থী এবং এই সেনা মোতায়েনের কারণেই বর্তমান সংঘাতের পরিস্থিতির সূত্রপাত৷ কেন এই বিপুল পরিমাণ সেনা তারা মোতায়েন করেছে, বৈঠকে চিন তার সদুত্তর দিতে পারেনি বলেই সূত্রের খবর৷

কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা এ দিনও দাবি করেছেন, লাদাখে এখনও ভারতীয় ভূখণ্ড দখল করে রয়েছে চিনের সেনা৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: আলোচনার মাধ্যমে লাদাখ সমস্যার সমাধান কতদূর হবে, তা নিশ্চিত নয়৷ গত শুক্রবার লাদাখ সফরে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এবার রাজনাথের সেই মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেস প্রশ্ন তুলল, তবে কি লাদাখে ভারতীয় ভূখণ্ডে চিনের দখলদারি মেনে নিল কেন্দ্রীয় সরকার?

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এ দিন সরকারকে আক্রমণ করে বলেন, 'চিনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের নিশ্চয়তা নেই বলে কী বোঝাতে চাইলেন প্রতিরক্ষামন্ত্রী? মোদি সরকার কি তাহলে চিনা দখলদারির কথা স্বীকার করে নিল এবং মেনে নিল যে তারা এর সমাধান করতে পারবে না?'

সুরজেওয়ালা এ দিনও দাবি করেছেন, লাদাখে এখনও ভারতীয় ভূখণ্ড দখল করে রয়েছে চিনের সেনা এবং তারা চলতি বছরের মে মাসের আগের অবস্থানে ফিরে যেতে রাজি নয়৷

কংগ্রেস মুখপাত্র আরও দাবি করেন, 'চিনা বাহিনী ভারতীয় সেনাকে প্যাট্রলিং পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত নজরদারির কাজ চালাতে দিচ্ছে না৷ তৃতীয়ত, ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ফিঙ্গার পয়েন্ট ৮ পর্যন্ত ভারতীয় ভূখণ্ডের আট কিলোমিটার এলাকা দখল করে ৩ হাজার সেনা মোতায়েন করেছে চিন৷'

তাঁর আরও দাবি, ভারতীয় সীমান্তের কাছে এনগারি গুনসা অসামরিক এয়ার স্ট্রিপকে সামরিক বিমান ঘাঁটিতে পরিণত করেছে চিন৷ যা ভারতের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে৷ চিন তাদের সীমান্তে ২০ হাজার সেনা মোতায়েন করেছে বলেও দাবি করেছেন কংগ্রেস নেতা৷

লাদাখে বেশ কয়েকটি জায়গা থেকে পিছু হঠার বিষয়ে ভারত এবং চিনের সেনা সহমতে পৌঁছলেও প্যাংগং তাসো হ্রদের কাছে ফিঙ্গার পয়েন্টগুলি এবং আরও কয়েকটি জায়গায় উত্তেজনা কমানো নিয়ে এখনও দু' পক্ষে আলোচনা চলছে৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অবশ্য লাদাখে গিয়ে দাবি করেছিলেন, বিশ্বের কোনও শক্তি ভারতের এক ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Congress, Ladakh