ভারতের ‘ডিজিটাল স্ট্রাইক’, ৫৯ চিনা অ্যাপ বাতিলে উদ্বিগ্ন বেজিং

Last Updated:

নয়াদিল্লি সাফ জানিয়েছে, দেশের সুরক্ষা-সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই চিনা অ্যাপ বাতিলের সিদ্ধান্ত।

#নয়াদিল্লি: ৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে বেজায় উদ্বিগ্ন বেজিং। তাদের দাবি, ভারত নাকি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম না মেনে একতরফা সিদ্ধান্ত নিয়েছে। চিনের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি সাফ জানিয়েছে, দেশের সুরক্ষা-সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই চিনা অ্যাপ বাতিলের সিদ্ধান্ত।
সীমান্ত ফুটছে। চোখে-চোখ। এরই মাঝে, ডিজিটাল লড়াই। ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। এতে বেজায় বিপাকে চিন। উদ্বিগ্ন বেজিং। ভারতের পদক্ষেপ নিয়ে চিন গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বিদেশে যাঁরা ব্যবসা করেন, চিন সবসময় বলে তাঁরা যেন আন্তর্জাতিক ও স্থানীয় আইনকানুন মেনে চলেন। চিন-সহ আন্তর্জাতিক লগ্নিকারীদের আইনি অধিকার সুনিশ্চিত করতে হবে ভারতকেও।
advertisement
ভারতকে জবাব দিতে চিনও উঠেপড়ে লেগেছে। চিনে ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে কমিউনিস্ট সরকার ৷ নয়াদিল্লি অবশ্য সোমবারই জানিয়ে দেয়, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধের সিদ্ধান্ত ৷ যে ৫৯টি চিনা অ্যাপ বাতিল করা হয়েছে তার মধ্যে অন্যতম টিকটক। টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধির অবশ্য দাবি, ‘‘ভারতীয়দের তথ্য বিদেশে পাচার হয়নি। চিনা সরকারকেও তথ্য দেওয়া হয়নি ৷’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
ভারতের ‘ডিজিটাল স্ট্রাইক’, ৫৯ চিনা অ্যাপ বাতিলে উদ্বিগ্ন বেজিং
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement