'সস্তার রাজনীতি করবেন না,' জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে রাহুলকে পাল্টা নিশানা অমিত শাহের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ভারত-চিন সীমান্তে চিনের হামলায় আহত এক জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে রাহুলকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
#নয়াদিল্লি: ভারতের অংশ চিনের আগ্রাসনের কাছে সমর্পণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্যুইটারে মোদিকে নিশানা করে এমনই আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এরপরেই ভারত-চিন সীমান্তে চিনের হামলায় আহত এক জওয়ানের বাবার ভিডিও পোস্ট করে রাহুলকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
A brave armyman’s father speaks and he has a very clear message for Mr. Rahul Gandhi.
At a time when the entire nation is united, Mr. Rahul Gandhi should also rise above petty politics and stand in solidarity with national interest. https://t.co/BwT4O0JOvl — Amit Shah (@AmitShah) June 20, 2020
advertisement
advertisement
অমিত শাহের ট্যুইট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, গত ১৫ জুন ভারত-চিন সীমান্তে সংঘর্ষে আহত এক ভারতীয় জওয়ানের বাবা রাহুল গান্ধির কাছে আবেদন জানাচ্ছেন, সীমান্তে তৈরি উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজনীতি করবেন না৷ এক কর্নেল সহ ২০ জন সেনা চিনের অতর্কিত হামলায় শহিদ হয়েছেন৷
শুক্রবারই চিন সমস্যা নিয়ে সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও৷ বৈঠকে মোদি জানান, ভারতের কোনও অংশ চিন দখল করতে পারেনি৷ একজন জওয়ানও চিনের হেফাজতে নেই৷ শনিবার রাহুল ট্যুইটারে লেখেন, 'চিনের আগ্রাসনের কাছে ভারতের অংশ সমর্পণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ কেন আমাদের জওয়ানরা শহিদ হলেন? তাঁদের কোথায় হত্যা করা হল?'
advertisement
PM has surrendered Indian territory to Chinese aggression.
If the land was Chinese: 1. Why were our soldiers killed? 2. Where were they killed? pic.twitter.com/vZFVqtu3fD — Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2020
রাহুলকে পাল্টা ট্যুইট করে অমিত শাহ লিখেছেন, 'একজন বীর সেনা জওয়ানের বাবার এই বক্তব্যই রাহুল গান্ধির কাছে সুস্পষ্ট বার্তা দিচ্ছে৷ যখন গোটা দেশ একজোট , রাহুল গান্ধির উচিত নোংরা রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবার পাশে দাঁড়ানো৷'
Location :
First Published :
June 20, 2020 11:52 AM IST