পুজোয় গাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরোবেন ? দর্শনার্থীদের জন্য নয়া নির্দেশিকা কলকাতা পুলিশের

Last Updated:
#কলকাতা: পুজোর পাঁচটা দিন আপনি কি গাড়ি নিয়ে ঠাকুর দেখতে যাবেন ? তাহলে গাড়ির সামনের কাঁচে অবশ্যই নাম ও মোবাইল নম্বর স্টিকার করে লাগিয়ে রাখুন ৷ নিরাপত্তার স্বার্থে এই নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ ৷
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকে দশমী ৷ পুজোর এই চারটে দিন দর্শনার্থীদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয় ৷ সেই কারণে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এবার নয়া সংযোজন গাড়ির স্টিকার ৷ যারা গাড়ি নিয়ে আসবেন ঠাকুর দেখতে ৷ তাহলে অনেক সময় সেই গাড়ি খুঁজে পেতে কিংবা গাড়ি নিয়ে আরও একাধিক সমস্যায় পড়েন দর্শনার্থীরা ৷ সেই কারণে গাড়ির সামনের কাঁচে গাড়ির মালিকের নাম ও মোবাইল নম্বর স্টিকার করে লাগিয়ে রাখার নির্দেশ দিল কলকাতা পুলিশ ৷ জরুরিকালিন দরকারে যাতে গাড়ির মালিকের সঙ্গে সহজেই যোগাযোগ করা যায় ৷ সেই কারণেই এই নয়া সিদ্ধান্ত গ্রহণ করল কলকাতা পুলিশ ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্গা পুজোয় শহরে চুরির ঘটনা ঠেকাতে তত্‍‌পর ছিল কলকাতা পুলিশ ৷ পুজোর একমাস আগেই এনিয়ে নয়া নির্দেশিকা জারি করেছিল কলকাতা পুলিশ ৷ কারণ, পুজোয় বেশির ভাগ বাড়িই অনেকটা সময় ফাঁকা থাকে ৷ তাই নাগরিকদেরই কিছু সচেতনতা রক্ষা করার আবেদন করা হয়েছে ৷ এ ক্ষেত্রে কলকাতা পুলিশের আবেদন, অঞ্জলি দিতে সবাই মিলে চলে যাবেন না ৷ বাড়ি ফাঁকা রেখে প্রতিমা দর্শনে বেরিয়ে পড়বেন না ৷
advertisement
পুজোয় শহরবাসীর নিরাপত্তার স্বার্থে শহরকে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ ৷ কলকাতা জুড়ে মোতায়েন করা হচ্ছে কয়েক হাজার পুলিশ ৷ এছাড়াও কোনওরকম সমস্যায় পড়লে লালবাজার কন্ট্রোল রুমে ফোন করতে পারেন আপনি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোয় গাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরোবেন ? দর্শনার্থীদের জন্য নয়া নির্দেশিকা কলকাতা পুলিশের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement