পুজোয় গাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরোবেন ? দর্শনার্থীদের জন্য নয়া নির্দেশিকা কলকাতা পুলিশের

Last Updated:
#কলকাতা: পুজোর পাঁচটা দিন আপনি কি গাড়ি নিয়ে ঠাকুর দেখতে যাবেন ? তাহলে গাড়ির সামনের কাঁচে অবশ্যই নাম ও মোবাইল নম্বর স্টিকার করে লাগিয়ে রাখুন ৷ নিরাপত্তার স্বার্থে এই নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ ৷
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকে দশমী ৷ পুজোর এই চারটে দিন দর্শনার্থীদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয় ৷ সেই কারণে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এবার নয়া সংযোজন গাড়ির স্টিকার ৷ যারা গাড়ি নিয়ে আসবেন ঠাকুর দেখতে ৷ তাহলে অনেক সময় সেই গাড়ি খুঁজে পেতে কিংবা গাড়ি নিয়ে আরও একাধিক সমস্যায় পড়েন দর্শনার্থীরা ৷ সেই কারণে গাড়ির সামনের কাঁচে গাড়ির মালিকের নাম ও মোবাইল নম্বর স্টিকার করে লাগিয়ে রাখার নির্দেশ দিল কলকাতা পুলিশ ৷ জরুরিকালিন দরকারে যাতে গাড়ির মালিকের সঙ্গে সহজেই যোগাযোগ করা যায় ৷ সেই কারণেই এই নয়া সিদ্ধান্ত গ্রহণ করল কলকাতা পুলিশ ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্গা পুজোয় শহরে চুরির ঘটনা ঠেকাতে তত্‍‌পর ছিল কলকাতা পুলিশ ৷ পুজোর একমাস আগেই এনিয়ে নয়া নির্দেশিকা জারি করেছিল কলকাতা পুলিশ ৷ কারণ, পুজোয় বেশির ভাগ বাড়িই অনেকটা সময় ফাঁকা থাকে ৷ তাই নাগরিকদেরই কিছু সচেতনতা রক্ষা করার আবেদন করা হয়েছে ৷ এ ক্ষেত্রে কলকাতা পুলিশের আবেদন, অঞ্জলি দিতে সবাই মিলে চলে যাবেন না ৷ বাড়ি ফাঁকা রেখে প্রতিমা দর্শনে বেরিয়ে পড়বেন না ৷
advertisement
পুজোয় শহরবাসীর নিরাপত্তার স্বার্থে শহরকে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ ৷ কলকাতা জুড়ে মোতায়েন করা হচ্ছে কয়েক হাজার পুলিশ ৷ এছাড়াও কোনওরকম সমস্যায় পড়লে লালবাজার কন্ট্রোল রুমে ফোন করতে পারেন আপনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোয় গাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরোবেন ? দর্শনার্থীদের জন্য নয়া নির্দেশিকা কলকাতা পুলিশের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement