Howrah News: বিশ্ব জলাভূমি দিবসের অনুষ্ঠানে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সঙ্কটের কথা উঠে এল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বাঁচতে হলে পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে হবে। কিন্তু কলকাতা ও সংলগ্ন এলাকার জলাভূমিগুলো বুজিয়ে গড়ে উঠছে একের পর এক ফ্ল্যাট বাড়ি। বিশ্ব জলভূমি দিবসের অনুষ্ঠানে উঠে এল এই উদ্বেগের কথা
হাওড়া: বৃহস্পতিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি ছিল বিশ্ব জলাভূমি দিবস। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে হাওড়ার টেঁপুর অনন্তরাম উচ্চবিদ্যালয়ে পালিত হয় বিশ্বজলাভূমি দিবস। ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়।
পরিবেশ রক্ষা করতে হলে জলাভূমি সংরক্ষণের গুরুত্ব নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জানা ও বোঝা উচিৎ। সেইদিকে লক্ষ্য রেখেই বৃহস্পতিবার ঘটা করে দিনটি পালন করে টেঁপুর অনন্তরাম উচ্চ বিদ্যালয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবেশপ্রেমীরা। বিশ্ব জলভূমি দিবস উপলক্ষে স্কুলের পুকুরে একটি কচ্ছপ ছাড়া হয়।
advertisement
advertisement
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বাস্তুতন্ত্রের গুরুত্ব ও তাতে জলাভূমির ভূমিকা নতুন করে ব্যাখ্যা করা হয় ছাত্রছাত্রীদের সামনে। বর্তমানে নগরায়নের ফলে জলাভূমি বুজিয়ে ইমারত গঠনের প্রবণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে। তার ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্র ও পরিবেশের। এই পরিস্থিতিতে কীভাবে জলাভূমি সংরক্ষণ করা সম্ভব সেই বিষয়টিও বিস্তারিত ব্যাখ্যা করা হয় ছাত্রছাত্রীদের। এই অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের সম্পাদক চন্দ্রনাথ বসু, পরিবেশপ্রেমী চিত্ত প্রামাণিক, সৈকত খাঁড়া, স্কুলের প্রধান শিক্ষক সূর্যশেখর দাস, শিক্ষক রঞ্জিত দাস প্রমুখ।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 3:07 PM IST