Howrah News: নর্দমার জলে থৈ থৈ রাস্তা, জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত

Last Updated:

চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর মত ঘটনা ঘটেছে, তাতে আতঙ্কিত মানুষ।

+
নর্দমার

নর্দমার জলে থৈ থৈ রাস্তা

#হাওড়া: নর্দমার জলে থৈ থৈ রাস্তা! দুর্ভোগে এলাকার মানুষ, হাওড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড বনলতা পার্ক এলাকায় টানা কয়েক মাস রাস্তা জলমগ্ন অভিযোগ এলাকার মানুষের। জেলা জুড়ে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর মত ঘটনা ঘটেছে, তাতে আতঙ্কিত মানুষ। যদিও ডেঙ্গু সংক্রমণ রুখতে তৎপর হাওড়া পৌরসভা, ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ডেঙ্গু রুখতে।
বদ্ধ জলাশয় বা জমে থাকা নর্দমার জলে মশা জন্মাতে পারে, সেকারণে জমা জল নিয়ে আতঙ্কিত মানুষ। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু রুখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে হাওড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বনলতা পার্ক এলাকায় দীর্ঘদিন জলমগ্ন হওয়ার ফলে দুর্ভোগে ও আতঙ্কে ওই এলাকার মানুষ।
advertisement
advertisement
 
এ প্রসঙ্গে, এক টোটো চালকের কথায়, ড্রেনের নোংরা জল রাস্তার উপর, সেই নোংরা জল ‌টপকে স্কুল ছাত্র ছাত্রী থেকে এলাকার সাধারণ মানুষকে পারাপার করতে হয়। টানা কয়েক বছর এই সমস্যা, অভিযোগ এ বিষয়ে নজর নেই প্রশাসনের।এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ঘটনায় এলাকার মানুষের মনে আতঙ্ক। স্থানীয় মানুষের আবেদন যত দ্রুত সম্ভব হাওড়া পৌরসভার পক্ষ থেকে নিকাশি ব্যবস্থা ঠিক রেখে এলাকার মানুষকে আতঙ্ক মুক্ত করুক। কবে সেই আবেদন কার্য করা হবে সেই দিকেই তাকিয়ে স্থানীয় মানুষ।
advertisement
আরও পড়ুন Train Time: সিউড়ি থেকে অন্ডাল বিশেষ ট্রেন, দেখে নিন সময়সূচী
এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে এলাকা জলমুক্ত করনের ব্যবস্থা গ্রহণ করাও হয়েছে। আরও কিভাবে এলাকার মানুষকে নিরাপদ এবং জলমগ্ন এলাকা সম্পূর্ণরূপে জলমুক্ত করা যায় সেই বিষয়ে ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। জানিয়েছেন হাওড়া পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: নর্দমার জলে থৈ থৈ রাস্তা, জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement