Football Tournament- চোখে একরাশ স্বপ্ন! প্রতিকূলতার বেড়াজাল ভেঙে আমেরিকায় পাড়ি দিতে চলেছে দু'ই কন্যা!

Last Updated:

আমেরিকায় স্পেশাল অলিম্পিক ফুটবলে গ্রামীণ হাওড়ার দুই কিশোরী

আমেরিকার স্পেশাল অলিম্পিক ফুটবলে গ্রামীণ হাওড়ার জাহিরা ও ইত্তেসামা ।
আমেরিকার স্পেশাল অলিম্পিক ফুটবলে গ্রামীণ হাওড়ার জাহিরা ও ইত্তেসামা ।
#হাওড়া: আমেরিকার মিশিগানের ডেট্রয়েটে জুলাইয়ের শেষে অনুষ্ঠিত হতে চলেছে স্পেশাল ইউনিফায়েড ফুটবল কাপ-২০২২। এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ভারতীয় মহিলা ফুটবল দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে গ্রামীণ হাওড়ার দু'ই কন্যা৷ এই টুর্নামেন্টের জন্য ভারতীয় মহিলা ফুটবল দলের ১৫ জন সদস্যার নাম ঘোষণা করা হয়েছে। সেই ১৫ জনের দলে জায়গা করে নিয়েছেন গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-১ ব্লকের, বহিরা গ্রামের জাহিরা খাতুন ও উদয়নারায়ণপুর ব্লকের খলৎপুরের ইত্তেসমা খাতুন। ইত্তেসমা ও জাহিরার জীবনটা আর পাঁচজনের থেকে আলাদা। জীবন জুড়ে প্রতিবন্ধকতা। তার মাঝেই উজ্জ্বল স্বপ্ন দেখা। ছোটো থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন ইত্তেসমা ও জাহিরা।
ইত্তেসমার বাকশক্তি ও শ্রবণগত সমস্যা রয়েছে। জাহিরার জীবন জুড়েও লড়াই। দরিদ্র পরিবারে জন্ম। জাহিরার বাবা, তাঁর মা-কে ছেড়ে চলে যায়। মা পরিচারিকার কাজ করে কোনোরকমে সংসার চালান। এই পরিস্থিতিতে ইত্তেসমা ও জাহিরা দু'ই কন্যারই লড়াইয়ের সঙ্গী হয় উলুবেড়িয়ার আশা ভবন সেন্টার। বর্তমানে দু'জনেই উলুবেড়িয়ার কাঠিলার আশা ভবন সেন্টারের আবাসিক।
advertisement
advertisement
আশা ভবন সেন্টারের উদ্যোগেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাচ্ছে দু'ই লড়াকু কন্যা। পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে নিয়মিত চার ঘণ্টার কঠোর অনুশীলন চালিয়ে নিজেদের প্রস্তুত করছে জাহিরারা। সে-ই কঠোর অনুশীলন, প্রতিভা ও সর্বোপরি অদম্য ইচ্ছেশক্তিকে সাথে নিয়ে এবার আমেরিকার উদ্দেশ্যে উড়ে যাবে দু'ই কন্যা।
advertisement
আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বাড়ুই জানান, "আগামী ২৮ শে জুলাই থেকে ৭ ই অগাস্ট অবধি মিশিগানের ডেট্রয়েট শহরে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই আমাদের প্রতিষ্ঠানের দু'ই ছাত্রী অংশ নেবে।"
তাঁর কথায়, "এই আনন্দ ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এভাবেই সমস্ত প্রতিকূলতার বেড়াজালকে ভেঙে ওরা সাফল্যের শিখরে পৌঁছে যাক"। আর আবেগঘন, অশ্রুসজল চোখে ইত্তেসমা, জাহিরারা জানায়, "সকলে না থাকলে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না"।
advertisement
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Football Tournament- চোখে একরাশ স্বপ্ন! প্রতিকূলতার বেড়াজাল ভেঙে আমেরিকায় পাড়ি দিতে চলেছে দু'ই কন্যা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement