#হাওড়া: অন্ধকারে যারা আলোর উৎস, যাদের ইচ্ছাশক্তিকে কখনো হার মানাতে পারেনি কোনো বাধা। তারা সৌরভ, প্রিয়াঙ্কা, সম্প্রীতির মত প্রত্যেকেই পড়ুয়া। কেউ এবার দিয়েছে মাধ্যমিক, কেউবা আগামী বছর দেবে উচ্চমাধ্যমিক। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে, পড়াশোনার খরচ যোগাতে হিমশিম পড়ুয়া থেকে অভিভাবক৷ অনেক পড়ুয়া নিজেরাই বিভিন্ন কাজ করে পড়ার খরচ চালাচ্ছে৷
কারও বাড়িতে অর্থাভাবে জ্বলে না বিদ্যুতের আলো-পাখা। তবুও হাজারো প্রতিবন্ধকতার বেড়াজালকে অতিক্রম করে এগিয়ে চলেছে ওরা। স্বপ্ন পূরণের লক্ষ্যে ওদের পাশে দাঁড়ালো হাওড়া জেলার একটি সংগঠন৷ হাওড়া আমতার এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকার প্রায় ৬৫ জন লড়াকু একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হাতে বই, খাতা, পেন সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী পেয়ে খুশি উদয়নারায়ণপুরের সুদীপ হাজরা, শ্যামপুরের তানিয়া খাতুন, আমতার স্বরূপ দে-র মত পড়ুয়ারা৷
আরও পড়ুন- সাধু উদ্যোগ! নিজের লেখা বই বিক্রির টাকা, চিকিৎসক তুলে দিলেন এক পাঠশালার উন্নয়নে!
বেশ কিছু দিন ধরে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একাধিক দলে ভাগ হয়ে বই ও শিক্ষা সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন পড়ুয়াদের বাড়ি। সংগঠন সূত্রে জানা যায়, গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকার আর্থিক অভাবে থাকা পড়ুয়ারা সংগঠনের কাছে বই ও শিক্ষা সামগ্রীর জন্য আবেদন জানায়। সংগঠনের তরফ থেকে পর্যবেক্ষণ করার পর শিক্ষার্থীদের হাতে তাদের প্রয়োজনীয় বই, খাতা, পেন সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
আরও পড়ুন- কানা দামোদর নদীর উপর কাঠের ভাঙা পোল! কীভাবে চলাচল করছে মানুষ, দেখলে আঁতকে উঠবেন
শুধু শিক্ষা সামগ্রীই নয়, সারা বছর পড়ুয়াদের জন্য ফ্রি ল্যাব, ফ্রি কোচিং, স্কলার্শিপ ও ক্যারিয়ার গাইড দেওয়ার জন্য শিবিরের আয়োজন করে থাকে হাওড়ার এই স্বেচ্ছাসেবী সংগঠনটি৷
Rakesh Maityনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah, Students, Voluntary organisation