Howrah News: টিভি-মোবাইল ফেলে নাটক দেখতে ছুটে আসছে সবাই! আমতার গ্রামে উপচে পড়ছে ভিড়

Last Updated:

টিভি-মোবাইল ফেলে নাটক দেখতে ছুটে আসছে সবাই! এমনই বিরল দৃশ্য দেখা যে গেল আমতার গ্রামে

+
সিরিয়াল

সিরিয়াল ভুলেছে গ্রামের মানুষ!

#হাওড়া: বাংলা সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নাটক। গিরিশ ঘোষ, শম্ভু মিত্র, মনোজ মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবাদপ্রতিম নাট্য ব্যক্তিত্বরা সমৃদ্ধ করেছেন বাংলা নাটককে। বর্তমান সময়ের অনির্বাণ ভট্টাচার্য, সুমন মুখোপাধ্যায়রা সেই ধারা বয়ে নিয়ে চলেছেন। তবু সোশ্যাল মিডিয়া আর টিভি সিরিয়ালের যুগে কোথাও গিয়ে যেন ক্রমে ফিকে হতে বসেছে বাংলার নাট্যচর্চা। যদিও আজও কিছু সংগঠন ও সংগঠকের প্রচেষ্টায় অব্যাহত রয়েছে ঐতিহ্যবাহী নাট্য আন্দোলন ও নাটক নিয়ে চর্চা। তেমনই একটি নাম হাওড়া জেলার আমতার উদং গ্রামের 'কাজরী নাট্য সংস্থা'। কাজরীর উদ্যোগে উদং উচ্চবিদ্যালয়ের মাঠে সমর মুক্ত মঞ্চে শুরু হয়েছে তিন দিনব্যাপী 'সমর স্মৃতি একাঙ্ক নাট্য উৎসব'।
উদ্যোক্তারা জানিয়েছেন, এবার এই নাট্য উৎসব ২৩ তম বর্ষে পা রাখল। তিন দিনে থাকছে মোট সাতখানি নাটক। নাট্য উৎসবে অংশ নিয়েছে বরানগরের 'থিয়েটার প্রসেনিয়াম', 'ইছাপুর আলেয়া', হালিশহরের 'ইউনিটি মালঞ্চ', 'অঙ্গন বেলঘরিয়া', বর্ধমানের 'অন্য ভাবনা'-র মত বাংলার একাধিক স্বনামধন্য নাট্যদল। পাশাপাশি কাজরীর অভিনেতাদের অভিনীত নাটকও মঞ্চস্থ হবে।
advertisement
advertisement
নাটকের পাশাপাশি প্রতি সন্ধেয় থাকছে সঙ্গীত, নৃত্য সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে অঙ্কন প্রতিযোগিতাও। এই নাট্য উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা থানার ওসি অজয় সিং, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক সুচন্দন পোড়েল, উদং-১ পঞ্চায়েতের প্রধান জয়ন্তী দাস সহ অন্যান্যরা।
উদং কাজরীর উদ্যোগে আয়োজিত এই নাট্য উৎসবের কয়েকটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন উদং সহ আশেপাশের গ্রামের মানুষ। বর্তমান স্মার্টফোন যুগেও কাজরীর এই একাঙ্ক নাট্য উৎসবে নাটক দেখতে ভিড় করে আসছেন গ্রামবাসীরা। যা শহরের নাট্যকর্মীদের উৎসাহ জোগাতে পারে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: টিভি-মোবাইল ফেলে নাটক দেখতে ছুটে আসছে সবাই! আমতার গ্রামে উপচে পড়ছে ভিড়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement