Howrah News: প্রতিমা দর্শনেও হতে পারে লক্ষ্মীলাভ, হাওড়ার এই মণ্ডপে লটারিতে মিলতে পারে ৫০০ টাকা
Last Updated:
পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে লক্ষ্মীলাভ! পুজোর কয়েকটা দিন মণ্ডপে গেলে মিলতে পারে নগদ ৫০০ টাকা, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি!
#হাওড়া: পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে লক্ষ্মীলাভ! পুজোর কয়েকটা দিন মণ্ডপে গেলে মিলতে পারে নগদ ৫০০ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, প্রায় প্রতি বছর আকর্ষণীয় থিমে সেজে ওঠে হাওড়া সালকিয়া দুর্গোৎসব বারোয়ারির পূজো মণ্ডপ৷ এবার তাদের পুজো মণ্ডব সেজে উঠছে রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে। তাতেই জেলা জুড়ে সাড়া পড়ে গিয়েছে। এবার তাদের পুজো ১৫০ তম বর্ষে পদার্পণ করেছে। এই ১৫০ তম বর্ষের পুজোকে স্মরণীয় করে রাখাতে অভিনব উদ্যোগ তাদের। মণ্ডপ সেজে উঠেছে লক্ষ্মীর ভান্ডার থিম।
আরও পড়ুন Murshidabad| Durga Puja 2022: দুর্গাপুজোর গাইড ম্যাপ, জেনে নিন কোন পথে যাবেন প্রতিমা দর্শনে
advertisement
অপরূপ পরিবেশ অলোক সজ্জা শালকিয়া দুর্গোৎসব বারোয়ারিতলার পুজো মণ্ডপে, বিশাল আকার পুকুর, পুকুরের মাঝখানে লক্ষ্মীর ভান্ডার আদলে মণ্ডপ৷ পুকুরের মাঝ বরাবর বাঁশের সাঁকো পুকুরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাঁকো পেরিয়ে প্রতিমা দর্শনের সুযোগ দর্শকদের। আলোকসজ্জা ও বিভিন্ন কারুকার্যে সেজে উঠছে পুজো মণ্ডপ ও মণ্ডপ চত্বর। আকর্ষণীয় মণ্ডপের পাশাপাশি পুজোর পাঁচ দিন মহিলাদের জন্য লক্ষ্মী লাভের সুযোগও থাকছে।
advertisement
আরও পড়ুন North 24 Parganas News: বিদেশে চাকরির নাম করে হত অপহরণ, চাওয়া হত মোটা অঙ্কের টাকা
পুজো উদ্যোক্তা সমিত কুমার ঘোষ জানান, সন্ধ্যা থেকে প্রতি ৩০ মিনিট অন্তর লটারির মাধ্যমে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন ১০ জন মহিলা বিজেতা লটারির মাধ্যমে নগদ ৫০০ টাকা করে উপহার পাবেন। প্রথম কাউন্টারে কুপন লেখা হবে৷ তারপর লক্ষ্মীর ভান্ডার ড্রপবক্স থাকবে, সেখানে ওই কুপন ড্রপ করবে দর্শকরা৷ তারপর প্রতি ৩০ মিনিট অন্তর লটারির মাধ্যমে পুরস্কার। চূড়ান্ত পর্যায়ে মণ্ডপ সজ্জার কাজ চলছে সালকিয়া দুর্গোৎসব বারোয়ারিতে৷ এর মধ্যেই হইহই রব৷ সুবিধা পেতে তৈরি দর্শকরা৷ এখন শুধু সময়ের অপেক্ষা।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
September 28, 2022 5:26 PM IST