হোম /খবর /হাওড়া /
কেমন হয়েছে উন্নয়ন? কী পেল হাওড়া বাগনান ২ গ্রাম পঞ্চায়েত! কী বলছে আম জনতা

Panchayat Election 2023: কেমন হয়েছে উন্নয়ন? কী পেল হাওড়া বাগনান ২ গ্রাম পঞ্চায়েত! কী বলছে আম জনতা

X
পঞ্চায়েতের [object Object]

Panchayat Election 2023: সামনেই পঞ্চায়েত নির্বাচন। রাস্তাঘাট পানীয় জলের পরিষেবার কতটা উন্নতি উন্নতি হয়েছে, পাশাপাশি রাস্তায় আলোর ব্যবস্থা কেমন হয়েছে পঞ্চায়েত এলাকায়। কৃষিতে যুক্ত থাকা মানুষেরাই বা রয়েছে কোন সমস্যায়। পঞ্চায়েত ভোটের আগে কী বলছে বাগনান।

আরও পড়ুন...
  • Share this:

হাওড়া: সামনেই পঞ্চায়েত নির্বাচন। রাস্তাঘাট পানীয় জলের পরিষেবার কতটা উন্নতি উন্নতি হয়েছে, পাশাপাশি রাস্তায় আলোর ব্যবস্থা কেমন হয়েছে পঞ্চায়েত এলাকায়। কৃষিতে যুক্ত থাকা মানুষেরাই বা রয়েছে কোন সমস্যায়, ২০১১ সালের পর থেকে রাজ্যে কতটা পরিবর্তন হল, কতটা খুশিতে জীবন যাপন করছে গ্রাম বাংলার মানুষ, এই সমস্ত খুঁটিনাটি জানতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে সরাসরি কথা, কি বলছেন পঞ্চায়েত এলাকার মানুষ। চলুন জানা যাক।

হাওড়ার বাগনান ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষেরা জানান, পানীয় জলের সমস্যা ছিল। এক সময় পানীয় জলের সমস্যায় পড়ত বাঙালপুর, গোপালপুর এলাকা। তবে এই গত পাঁচ বছরে সরকারিভাবে বাড়ি বাড়ি জলের পাইপলাইন পরিষেবা চালু হয়ে সমস্যা অনেকটা মিটেছে। তাতেই মানুষের অনেকটা স্বস্তি। যদিও পানীয় জলের পাশাপাশি রাস্তাঘাট প্রায় বেশির ভাগ কংক্রিটের হয়েছে। খুব সামান্য অংশের রাস্তার কাজ বাকি রয়েছে বলে জানান এলাকার মানুষ। স্থানীয় মানুষের কথায় রাস্তার এই পাঁচ বছরে দারুন উন্নত হয়েছে।

হাওড়ার কৃষি প্রধান অ‍‍ঞ্চল বাগনান। বাগনানের বহু মানুষ কৃষিকার্যের সঙ্গে যুক্ত। গত পাঁচ বছরে পঞ্চায়েতের কাজে ও বিভিন্ন পরিষেবায় মানুষ খুশি হলেও, দারুণভাবে সমস্যায় রয়েছে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকা মানুষ। গোপালপুর গ্রামের বাসিন্দা সমর দাস জানান,"রাস্তাঘাটের কোন সমস্যা নেই। সমস্যা রয়েছে চাষের কাজের জলের। এই গরমের সময় জল জমিতে নিয়ে আসতে দ্বিগুণ খরচ হয়। পঞ্চায়েত ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন কাজ হয়নি।"

আরও পড়ুনঃ Nadia News: স্বাধীনতার আগে থেকে চরকায় সুতো কেটে চালান সংসার, বয়স ১০০-তে এসে সরকারি সাহায্য পেলেন বৃদ্ধা

এ প্রসঙ্গে বাগনান দু'নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কাজল ভৌমিক জানান,"পাম্প হাউসের মাধ্যমে যে জলের সমস্যা রয়েছে তা সমাধান হবে দ্রুত। পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়াকরণ শুরু হতে চলেছে। জৈব সার উৎপন্ন হবে তা কৃষকদের কাজে লাগবে।" পাশাপাশি তিনি আরও জানান,"অধিকাংশ রাস্তাঘাট নির্মিত হয়েছে। কুড়ি থেকে ত্রিশ শতাংশ রাস্তায় আলোর ব্যবস্থা হয়েছে। যেটুকু কাজ বাকি রয়েছে আগামী নির্বাচনে বোর্ড গঠনের পর তা সম্পন্ন হবে।"

রাকেশ মাইতি

Published by:Sudip Paul
First published:

Tags: Bagnan, Howrah, Howrah news, Panchayat Election 2023, West Bengal Panchayat Election 2023