Howrah News: পুজোর মরশুমের শুরুতেই কোণঠাসা মৃৎ শিল্পীরা! কাঁচা মালের দাম আকাশছোঁয়া
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
মাটি সহ অন্যান্য কাঁচামালের দাম আকাশ ছোঁয়া। কিন্তু প্রতিমার দাম বাড়ছে না। এই অবস্থায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন মৃৎ শিল্পীরা।
হাওড়া: পুজোর মরশুমের শুরুতেই বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা। প্রতিবছর রথের অনুষ্ঠান শেষ হলেই পুজো অর্থাৎ প্রতিমা গড়ার কাজে লাগেন শিল্পীরা। সারা বছর কিছু প্রতিমা গড়ার বরাত মিললেও, ভালো বাজার পেতে বর্ষা থেকে সিজন শুরু বলেই জানাচ্ছেন মৃৎশিল্পীরা। সিজন শুরু হয় ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা পুজো দিয়ে। তারপর দুর্গাপুজো, তার দিন কয়েক পর লক্ষ্মী পুজো, তার পরপরই কালী পুজো, জগদ্ধাত্রী পুজো।
এবারও হাওড়ার শিল্পালয়গুলিতে প্রস্তুতি রয়েছে। তবে পুরনো সেই বাজার আর নেই বলেই জানালেন অভিজ্ঞ শিল্পীরা। গত কয়েক বছর হল সেভাবে লাভ পাওয়া যাচ্ছেনা প্রতিমা তৈরিতে। ফলে নতুন করে এই শিল্পে আগ্রহ দেখাচ্ছে না নতুন প্রজন্ম। শিল্প অলাভজনক হওয়ার ফলে ক্রমশ হতাশ হয়ে পড়েছেন তারা। বড় ধাক্কা আসে করোনা সময় থেকে। সে সময় প্রতিমার বরাতই ছিল না।
advertisement
আরও পড়ুন ঃ হাওড়া থেকে যাত্রায় ভোগান্তি, শনি ও রবিবার কোন কোন ট্রেন বাতিল, দেখে নিন বড় খবর
তবে বর্তমানে বরাত থাকলেও কাঁচা মালের দাম বৃদ্ধিতে সমস্যা বেড়েছে।প্রতিমা তৈরিতে মূল উপাদান মাটি। মাটি আমাদিনেতে নানা সমস্যা। সেই দিক থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাটির দাম। তাছাড়া রঙ সহ প্রতিমার সাজের দাম বৃদ্ধিও মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে। জিনিস পত্রের দাম বৃদ্ধি হলেও সেভাবে দাম বাড়ছে না প্রতিমার।
advertisement
হাওড়ার প্রতিমা শিল্পী গৌরব পাল জানান, আমরা প্রতিমা শিল্পীরা সব দিক থেকে কোণঠাসা হয়ে পড়েছি। শিল্পীদের মজুরী বেড়েছে। প্রতিমা তৈরির সমস্ত কাঁচা জিনিসের দাম বাড়ছে। কিন্তু সেই তুলনায় প্রতিমার দাম বাড়াতে পারছিনা। প্রতিমার বর্ধিত দাম দিতে নারাজ পুজো উদ্যোক্তারা। গৌরব বাবু আরও জানান, এর জন্য আমাদের মতো শিল্পীরাই দায়ী। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক শিল্পালয় প্রায় বন্ধের মুখে।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 6:51 PM IST