Howrah News|| খেলার মাঠ থাকুক খেলার জন্য, সুস্বাস্থ্য কেন্দ্র হোক অন্যত্র! প্রধান-গ্রামবাসী দ্বন্দ্ব

Last Updated:

Howrah News: সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণে টানাপোড়েন পঞ্চায়েত প্রধান ও গ্রামবাসীদের মধ্যে, সু স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ করতে চাইছেন পঞ্চায়েত প্রধান, কিন্তু তার বিরোধিতায় গ্রামবাসী

+
সুস্বাস্থ্য

সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণে টানাপোড়েন

হাওড়া: সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণে টানাপড়েন পঞ্চায়েত প্রধান ও গ্রামবাসীদের মধ্যে। সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ করতে চাইছেন পঞ্চায়েত প্রধান। কিন্তু তার বিরোধিতায় গ্রামবাসী। এ ঘটনা কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য। রাজ্যজুড়ে এমন ঘটনা সামনে এসেছে যেখানে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের দাবি তুলছে সাধারণ মানুষ।
তবে উলটপূরাণ সাঁকরাইল শুলাটি গ্রামে। গ্রাম পঞ্চায়েত প্রধান সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং নির্মাণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ঠিক তার উল্টো দিকে গ্রামের মানুষজন। তারা চরম বিরোধিতা করে চলেছেন। কারণ জানতে গ্রামে পৌঁছলে জানা যায়, গ্রামের একটি জমিদার পরিবার রয়েছে। সেই পরিবারের কয়েকশ বছর প্রাচীন রথযাত্রা অনুষ্ঠিত হয়। জেলার অন্যতম প্রাচীন রথ শুলাটি ঘোষ বাড়ির রথ। জানা যায়, একসময় জমিদারি বিশাল তবিয়াতে বহাল ছিল। জমিদারি প্রথা শেষ হয়েছে, তবে জমিদারের জমি সম্পত্তি গ্রামের সর্বাধিক।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির সামনেই মিনি অযোধ্যা, প্রকৃতির কোলে ছুটি কাটাতে অবশ্যই 'এই' জায়গায় ঘুরে আসুন
গ্রামের স্কুল খেলার মাঠ একসময় ঘোষ বাড়ির জমি দানেতেই তৈরি হয়েছে বলে জানা যায়। কিন্তু বর্তমানে সুস্বাস্থ্য কেন্দ্র ভবন নির্মাণে জমি নিয়ে সমস্যা দাঁড়ায় জমিদার ঘোষ বাড়ির সঙ্গে। ঘোষ বাড়ি থেকে কয়েক মিটার দূরত্বে থাকে রথ। রথের ঘর এবং ঘোষ বাড়ির মাঝে সামান্য কয়েক মিটার জমি। ওই জমি গ্রামের মানুষ বা ঘোষ বাড়ির প্রয়োজনে ব্যবহারে লাগে। যেমন বাসন্তী পুজো, কালীপুজো, হরিনাম বা রথে ওই ফাঁকা জমি খুব প্রয়োজনীয় বলছেন ঘোষ বাড়ির সদস্য সহ গ্রমাবাসীরা। সেই জমি ঘোষেদের বলেই জানতেন গ্রামের মানুষ।
advertisement
advertisement
একসময় ওই জমিটি ঘোষ বাড়ির মানুষ জানলেও বর্তমানে খাস জমি হিসেবেই চিহ্নিত হয়েছে বলে জানা গেছে। মালিকানা নেই তা জেনেই পঞ্চায়েত প্রধান গ্রামের মানুষের সুবিধার্থে স্বাস্থ্য কেন্দ্র গড়ার উদ্যোগ নেন। তাতেই তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানান ঘোষ বাড়ির সদস্য গণ ও গ্রামের একাংশের মানুষ। তাদের দাবি যেখানে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তা থেকে সামান্য দূরে, ঘোষ বাড়ির সম্পত্তি রয়েছে সেখানেই সু স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হোক। গ্রামের একাংশের মানুষ চাইছেন সেখানেই নিরিবিলিতে গড়ে উঠুক সুস্বাস্থ্য কেন্দ্রটি।
advertisement
আরও পড়ুনঃ শাহরুখের 'পাঠান' চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল ব্যালকনি, নাচ-গান মুহূর্তে বদলাল হাহাকারে
তবে এ প্রসঙ্গে কান্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অলোক দেটি জানান। গ্রামের সাধারণ মানুষের সুবিধার্থে গ্রামের মাঝে সু স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং নির্মাণ প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি প্রকল্প এটি, খাস জমি দেখে চিহ্নিত করা হয়েছে। তিনি এও জানান, পাশেই রথের ঘর রয়েছে। সেই ঘর যেমন আছে থাকবে তার কোনও পরিবর্তন হবে না। কিন্তু গ্রামের মানুষের অভিযোগ স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হলে। রথ বের করতে কোন অসুবিধা না হলেও রথ ঘরে ঢোকাতে সমস্যা হবে। ঘোষ বাড়ি ও গ্রামের একাংশের মানুষ তারই প্রতিবাদ জানায়। তারা মনে করছেন সারা বছর বিভিন্ন অনুষ্ঠান বা গ্রামবাসীদের প্রয়োজনে ওই জমি ব্যবহারের কাজে লাগে। স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের অন্য একটি জমি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তা নেওয়া হয়নি বলেই অভিযোগ তাঁদের।
advertisement
যদিও এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানান, জমি দেওয়ার কথা বলা হলেও জমি দেওয়ার মতো কোনওরকম ব্যবস্থাই করতে পারেনি। তার কারণ হিসেবে তিনি জানান যে জমিটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য দিতে চাইছেন তা ঘোষ বাড়ির বহু সদস্যের তাদের মধ্যেই মতের অমিল রয়েছে।গ্রামের মানুষের প্রয়োজন রয়েছে স্বাস্থ্য কেন্দ্রের। স্বাস্থ্য কেন্দ্রের ঘর ছোট হওয়ায় দারুণ সমস্যার সম্মুখীন হচ্ছে। এ বিষয়ে গ্রামেরই এক স্বাস্থ্যকর্মী একথা বলেন। সকলে তাকিয়ে রয়েছেন কবে এই সমস্যার সমাধান করে। নতুন স্বাস্থ্য কেন্দ্র পাবে গ্রামের মানুষ।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News|| খেলার মাঠ থাকুক খেলার জন্য, সুস্বাস্থ্য কেন্দ্র হোক অন্যত্র! প্রধান-গ্রামবাসী দ্বন্দ্ব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement