Howrah News: ৬০ কেজি ওজন, সন্দেশের তৈরি মা লক্ষ্মী দেখতে ভিড় উপচে পড়ছে এই মণ্ডপে, কোথায় জানেন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: ৬০ কেজির সন্দেশ দিয়ে ১১.৫ ফুট উচ্চতার তৈরি সন্দেশের লক্ষ্মী মূর্তি দারুণ আকর্ষণ জেলার মানুষের।
হাওড়া: ক্ষীরের তৈরি লক্ষ্মী মূর্তি জোকা গ্রামে! সবে সমাপ্ত হয়েছে দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এই পুজোয় জেলায় উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মত। এই উৎসবের সমাপ্তিতে বিষন্ন বাঙালির মন। সেই বিষন্নতা কাটিয়ে মানুষ মেতেছে মা লক্ষ্মীর আরাধনায়।
এবার লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে হাওড়ার বেশ কিছু গ্রাম। লক্ষ্মীপুজো মানে জেলার মানুষের কাছে আকর্ষণ খালনা গ্রাম। নানা আকর্ষণীয় থিমে সেজে উঠেছে মন্ডপ। খালনা গ্রামের পাশাপাশি বাগনানের লক্ষ্মী পুজোয় দারুণ আকর্ষণ মানুষের। নানা থিমের সাজে সেজেছে মণ্ডপ। এবার দারুণ আকর্ষণ রয়েছে সন্দেশের লক্ষ্মী মূর্তি।
advertisement
advertisement
বাগনান নবজাগরণ ক্লাবের এবারের আকর্ষণ সন্দেশের লক্ষ্মী মূর্তি। যা দেখতে পুজোর আগে থেকেই মানুষের ঢল। প্রায় ৬০ কেজি ওজনের সন্দেশ দিয়ে তৈরি প্রতিমা। উচ্চতায় প্রায় সাড়ে ১১ ফুট। প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে মন্ডপ। বাগনান তথা উলুবেড়িয়ার মানুষের পরিচিত একটি জনপ্রিয় মিষ্টির দোকানের আদলে সেজে উঠেছে মন্ডপ।
advertisement
মিষ্টির দোকানের আদলে মন্ডপ, মন্ডপে থাকছে তাজা মিষ্টি। থাকছে মিষ্টি বিক্রেতা। মিষ্টির দোকানের নানা উপকরণ দিয়ে মন্ডপ চত্বর সাজানো হয়েছে।এ প্রসঙ্গে উদ্যোক্তা চিরঞ্জিত মাজী জানান, প্রতিবছর নবজাগরণ ক্লাবের লক্ষ্মী পুজোয় দর্শকদের আকর্ষণ থাকে মন্ডপ ও প্রতিমা। সেইদিক গুরুত্ব রেখেই মন্ডপ সজ্জা। মন্ডপের পাশপাশি এবার সন্দেশের প্রতিমা, এতে দারুণ আকর্ষণ মানুষের।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 4:40 PM IST