Kali Puja 2022: প্রথা মেনে আজও ডাকাত কালী পুজোয় হয় লুট! সাহাপুরে শুরু প্রস্তুতি

Last Updated:

হাওড়ার পাঁচলা সাহাপুরের বিখ্যাত লুট কালী। রীতিনীতি মেনে প্রতিবছর গ্রামের মানুষ মাতৃ আরাধনায় মেতে ওঠে।

+
পাঁচলা

পাঁচলা সাহাপুরে লুট কালীপুজোর প্রস্তুতি

#হাওড়া: হাওড়ার পাঁচলা সাহাপুরের বিখ্যাত লুট কালী। রীতিনীতি মেনে প্রতিবছর গ্রামের মানুষ মাতৃ আরাধনায় মেতে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় সাহাপুর গ্রাম ঘন জঙ্গলময় ছিল গ্রাম, সে সময় গ্রামের ডাকাতদের আধিপত্য ছিল, তখনই ডাকাতেরা গ্রামে একটি কালীপুজোর আয়োজন করেছিল, আজ থেকে প্রায় তিন থেকে চার শতাব্দীআগে, সেই কালীপুজো আজও ডাকাতদের হাতের শুরু হওয়া রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় সাহাপুর গ্রামে। গ্রাম থেকে ডাকাতি দল নিশ্চিহ্ন হয়েছে তবে পুজোর যেমন সূচনা লগ্নের নিয়ম রীতি ছিল, সেই রীতিনীতিও প্রায় সমস্ত কিছুই অক্ষত আজল।
স্থানীয় গ্রামবাসীদের কথায় জানা যায়, একসময় সাহাপুর গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা জঙ্গলময় ছিল, সে সময়ে ডাকাতেরাই ওই এলাকায় বসবাস করত তখন তারা ওই এলাকায় লুটকালি পুজোর সূচনা করেছিল। এই পুজোর বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন বেশ কিছুদিন আগে প্রতিমা গড়া শুরু হলেও পুজোর দিন প্রতিমার রং করে মায়ের আরাধনা শুরু হয় আজও।ডাকাতদের হাতে প্রতিষ্ঠিত কালীপুজো প্রায় তিন থেকে চার শতাব্দী প্রাচীনআগে সূচনা হয়েছিল ডাকারদের হাত ধরে। ডাকাতের দল গ্রাম থেকে নিশ্চিহ্ন হবার পর ধীরে ধীরে গ্রামের মানুষ অর্থাৎ সেই পুজো বারোয়ারি পুজোয় পরিণত হয়।
advertisement
advertisement
তবে পুজোর রীতিনীতি প্রায় সমস্ত কিছুই একই রয়েছে, গ্রামের মানুষ ভক্তরা মায়ের কাছে পুজো ফল সামগ্রী সহ নিবেদন করেন, সেই ফল বাঁশের দিয়ে ঘেরা থাকবে, পুজো চলাকালীন রীতি অনুযায়ী একাধিক বার সেই ফল বা প্রসাদ লুট করবে ভক্তরা। এই রীতি আজও অক্ষত। প্রতি বছর কালীপুজোর দিন এই পুজো অনুষ্ঠিত হয় তারই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে পাঁচ লাখ সাহাপুর গ্রামে।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Kali Puja 2022: প্রথা মেনে আজও ডাকাত কালী পুজোয় হয় লুট! সাহাপুরে শুরু প্রস্তুতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement