Indian Railways: বড় সিদ্ধান্ত, নির্দিষ্ট স্টেশন থেকেই ট্রেনে উঠুন, না হলে বাতিল হবে আপনার টিকিট 

Last Updated:

আপনি টিকিট কেটেছেন যে স্টেশন থেকে, পরিবর্তে উঠছেন অন্য স্টেশন থেকে। তাহলেও আপনার কনফার্ম টিকিট বাতিল হয়ে যেতে পারে। ফলে আপনার সংরক্ষিত আসন সেই মুহূর্তে হয়ে যাবে আরএসি (RAC) অর্থাৎ রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সলেশন এর অন্তর্ভুক্ত অপেক্ষমান যাত্রীদের জন্য।

 Indian Railways- Photo- PTI
Indian Railways- Photo- PTI
#কলকাতা: হাতে কনফার্ম টিকিট থাকলে নির্দিষ্ট স্টেশন থেকেই ট্রেনে উঠুন। ট্রেন ছেড়ে দিলে বাতিল হয়ে যাবে আপনার টিকিট।ফেরত পাবেন না আপনার টাকাও।যদি বোর্ডিং পয়েন্ট বদল করতে চান তাহলে আগে আবেদন করুন।ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে অবধি ব্যবস্থা আছে। অফলাইন অর্থাৎ কাউন্টার থেকে টিকিট কাটলে যেতে হবে আপনাকে CRS বা চিফ রিজারভেশন সুপারিন্টেন্ডেন্ট কাছে। সঙ্গে নিয়ে যেতে হবে টিকিট ও সচিত্র পরিচয়পত্র।
আবার অনলাইনে টিকিট কাটলে সেই ব্যবস্থাও আছে।আপাতত নয়া নিয়মে নজর দিতে বলছেন রেলের আধিকারিকরা।ট্রেন মিস করলে অর্থাৎ ট্রেন যদি আপনার পৌঁছানোর আগেই স্টেশন থেকে সিটি বাজিয়ে চলতে শুরু করে তাহলে আপনি হয়ে যাবেন বিনা টিকিটের যাত্রী। অন্যদিকে আপনি টিকিট কেটেছেন যে স্টেশন থেকে, পরিবর্তে উঠছেন অন্য স্টেশন থেকে। তাহলেও আপনার কনফার্ম টিকিট বাতিল হয়ে যেতে পারে। ফলে আপনার সংরক্ষিত আসন সেই মুহূর্তে হয়ে যাবে আরএসি (RAC) অর্থাৎ রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সলেশন এর অন্তর্ভুক্ত অপেক্ষমান যাত্রীদের জন্য।
advertisement
advertisement
আপনার টিকিট সেই অপেক্ষমান যাত্রীদের একজন নিশ্চিত রূপে আসন লাভ করবেন। যিনি ওয়েটিং লিস্টে আগে থাকবেন তিনিই পাবেন সেই টিকিট। আগে নিয়ম ছিল সংরক্ষিত আসনের নামের তালিকা সাঁটিয়ে দেওয়া হতো দূরপাল্লার ট্রেনের গায়ে এবং যাত্রীরা সেই তালিকা দেখেই উঠে যেতে পারতেন নির্দিষ্ট ট্রেনের কামরায়। কেউ যদি যথা স্টেশনে এসে উঠতে না পারতেন তাহলে তার জন্য পরের স্টেশন অবধি অপেক্ষা করা হত। পরে সেই নিয়মে বদল আনা হল।
advertisement
 Indian Railways- Photo- PTI Indian Railways- Photo- PTI
নিয়ম বদলে ট্রেনে ওঠার স্টেশন বদলালেই আপনাকে বোর্ডিং পয়েন্ট বদল করতে হবে। এর জন্য অনলাইনে ব্যবস্থা আছে। আর কাউন্টার থেকে কাটা টিকিট হলে, আপনাকে চলে যেতে হবে চিফ রিজারভেশন সুপারিন্টেন্ডেন্ট কাছে। আসল টিকিট ও সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে। তিনি এই বদলটা করে দেবেন। যদি কোন সংরক্ষিত আসনের যাত্রী অনুপস্থিত থাকে তাহলে তৎক্ষণাৎ সেই আসনটির শূন্য থাকার বার্তা টিকিট পরীক্ষকের ট্যাবের মাধ্যমে পৌঁছে যাবে সার্ভার এর কাছে এবং সেই আসনটি উন্মুক্ত হয়ে যাবে অপেক্ষমান যাত্রীদের জন্য। তালিকায় প্রথমে থাকা অপেক্ষমান যাত্রীটি নিশ্চিত রূপে সেই আসন লাভ করবেন। রেল কর্তৃপক্ষ মনে করছে নতুন এই ব্যবস্থাপনায় দুর্নীতি অনেকাংশে কমবে এবং যাত্রীদের সফর আরও বেশি স্বাচ্ছন্দ্যময় হবে।
advertisement
ABIR GHOSHAL
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: বড় সিদ্ধান্ত, নির্দিষ্ট স্টেশন থেকেই ট্রেনে উঠুন, না হলে বাতিল হবে আপনার টিকিট 
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement