Howrah News: নবরূপে সুসজ্জিত এই 'ইকো পার্ক'! শীতের ছুটিতে ঘুরে আসুন মাত্র ৫ টাকাতে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: নতুন মোড়কে ইকো পার্কের উদ্বোধন হাওড়ায়, শিশুদের জন্য সুখবর পুরনো পার্ক নতুন মোড়কে ফেরত পেল হাওড়াবাসী।
হাওড়া: নতুন মোড়কে ইকো পার্কের উদ্বোধন হাওড়ায়। শিশুদের জন্য সুখবর পুরনো পার্ক নতুন মোড়কে ফেরত পেল হাওড়াবাসী। এই পার্কের নাম করণ করা হয়েছে হাওড়ার দুই বিখ্যাত মানুষের নামে। একজন কমিক্স শিল্পী নারায়ণ দেবনাথ এবং পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের নাম অনুসারে ‘ ষষ্ঠী নারায়ন ইকো পার্ক’।
শহরের মাঝে মনোরম পরিবেশ এখানে কয়েক ঘণ্টা কাটিয়ে মন ভাল করার স্থান। পার্কটি নতুন ভাবে সেজে ওঠেছে হাওড়া পুরসভার উদ্যোগে। যদিও এখনও এই পার্কের কিছু কাজ বাকি রয়েছে বলেও জানা গেছে। আরও জানা যায়, এইচ আই টি’ র আনুগত্যে থাকার পর এবার দায়িত্ব নিল হাওড়া এইচ এম সি। আগে এই পার্কে প্রবেশ মূল্য যা ছিল এবারও পুনরায় ৫ টাকা প্রবেশ মূল্য করা হয়েছে সাধারণের জন্য। তবে দৈনিক ৫ টাকা প্রবেশ মূল্য। আর বাৎসরিক প্রবেশ মূল্য ২০০ টাকা রাখা হয়েছে।
advertisement
advertisement
এই পার্কে প্রবেশের সময় প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধা ছ’টা পর্যন্ত। এদিন ফলক উন্মোচন করলেন রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়। হাজির ছিলেন ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারী। উপস্থিত ছিলেন এইচ এম সির আধিকারিক এবং প্রাক্তন কাউন্সিলর।
advertisement
জানা গিয়েছে, এই পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে ষষ্ঠী চট্টোপাধ্যায় এবং নারায়ণ দেবনাথ এই দুই শিল্পীর বাড়ির আত্মীয়রাও ছিলেন। নন্টেফন্টে-খ্যাত বিখ্যাত কার্টুনিস্ট নারায়ন দেবনাথ ও পান্ডব গোয়েন্দাখ্যাত ষষ্ঠীপদ চট্যোপাধ্যায়ের মূর্তি এই পার্কে স্থাপন করা হয়।
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2023 7:18 PM IST