হোম /খবর /হাওড়া /
Howrah News: ৭৫ বছরে ৭৫টি কেক কেটে উদযাপন! কোথায় ঘটনা এই অভিনব ঘটনা? জানেন..

Howrah News: ৭৫ বছরে ৭৫টি কেক কেটে উদযাপন! কোথায় ঘটনা এই অভিনব ঘটনা? জানেন..

এলাকায় লাগল আলো, সি সি টিভি

এলাকায় লাগল আলো, সি সি টিভি

সদানন্দ স্মৃতি সংঘের প্ল্যাটিনামজুবেলি বর্ষ উপলক্ষে এলাকায় আলো এবং মানুষকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরা ৭৫ টি কেক এবং ৭৫ টি বৃক্ষ রোপনের মাধ্যমে অনুষ্ঠান

  • Share this:

হাওড়া: প্ল্যাটিনামজুবিলি বর্ষ উদযাপন হল ৭৫টি কেক কেটে। এলাকার মানুষের উপস্থিতিতে আতসবাজির রোশনাইয়ে ভরে উঠল সদানন্দ স্মৃতি সংঘ। এবছর বালুটিকরি সদানন্দ স্মৃতি সংঘ ৭৫ বছরে পড়ল। এলাকার মানুষের সুরক্ষিত রাখতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, হাওড়া বালিটিকুরি বকুলতলা এলাকায় ১২৫টি বৈদ‍্যুতিক আলো এবং স্থানীয় মানুষের নিরাপত্তার স্বার্থে ২৫ টি সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপন করা হল।

এলাকাবাসী জানাচ্ছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে সারা বছর এভাবেই মানুষের সেবায় নিয়োজিত থাকে সদানন্দ স্মৃতি সংঘ। সেই কর্মকাণ্ড এ বছর আরও বৃহৎ আকারে মানুষের কাছে। এদিনের আলো এবং সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন রাজ‍্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এছাড়াও, উপস্থিত ছিলেন হাওড়া পুর সভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী ও হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কল‍্যাণ ঘোঘ এবং হাওড়া জেলা পরিষদের কর্মধ‍্যক্ষ সৃষ্টিধর ঘোষ সহ বিশিষ্ট গুণীজনেরা।

আরও পড়ুন: বিকট আওয়াজ! হঠাৎ করেই আকাশ থেকে জঙ্গলে পড়ল… ওটা কী? গোয়ালতোড় এলাকায় তীব্র চাঞ্চল্য

আরও পড়ুন: রেলযাত্রীদের ফের ভোগান্তির আশঙ্কা! এবার একটানা ২০ দিন দুর্ভোগ, কোন কোন ট্রেন বাতিল? দেখুন

সদানন্দ স্মৃতি সংঘের এই গৌরবময় প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে এসে মন্ত্রী অরূপ রায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। সংঘের সম্পাদক সৌমেন বাবু বলেন, ‘‘৭৫ বছর ধরে আমরা যেমন এলাকার মানুষের পাশে আছি তেমনি সর্বদাই মানুষের সেবায় এই ভাবে নিয়োজিত থাকব। আমরা ৭৫ টি কেক কেটে সংঘের ৭৫ তম প্রতিষ্ঠা বর্ষ উৎযাপন করলাম।’’

তিনি আরও বলেন, ‘‘সারা মাস ধরে আমরা এলাকার বিভিন্ন জায়গায় ৭৫ টি বৃক্ষ রোপণ করব। পাশাপাশি, খুদে ফুটবল খেলোয়ারদের উৎসাহিত করতে জার্সি বিতরণও করা হবে। মাধ‍্যমিকে ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ মেধাবী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে।’’

রাকেশ মাইতি

First published:

Tags: Howrah