Howrah Calligrapher: হাতের লেখার শৈল্পিক সৌন্দর্যে বাংলা জুড়ে বাজিমাত এই হস্তলিপি শিল্পীর

Last Updated:

Howrah Calligrapher: শিল্প যখন হাতের লেখা! বিভিন্ন শিল্পকর্মের মতোই হাতের লেখা যে বহু চেষ্টার ফল তা বলার অপেক্ষা রাখেনা, শিক্ষক ও শিল্পী দক্ষতার পাশাপাশি হাতের লেখাতেও তিনি বহু প্রশংসিত

+
শিল্প

শিল্প যখন হাতের লেখা! প্রশংসনীয় হাতের লেখা করা কিভাবে সম্ভব

রাকেশ মাইতি, হাওড়া: শিল্প যখন হাতের লেখা! বিভিন্ন শিল্পকর্মের মতোই হাতের লেখা যে বহু চেষ্টার ফল তা বলার অপেক্ষা রাখে না। সুন্দর হাতের লেখার জন্য যেমন প্রশংসার শেষ থাকে না। তেমনই হাতের লেখা খারাপ হলে কখনও এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয় যা অত্যন্ত লজ্জাজনক। হাতের লেখা খারাপ হওয়ার দরুন অভিভাবক বা শিক্ষকের কাছে বকাঝকার মত ঘটনা তো লেগেই থাকে। এই অভিজ্ঞতা কমবেশি প্রায় সকলের রয়েছে।
হাতের লেখা মন্দ হওয়ার কারণে ছেলে মেয়েদের বকা-ঝকার সম্মুখীন হতে হয় এই বর্তমান ডিজিটাল সময়েও। তবে হাতের লেখা ভাল করার চেষ্টা করলে সফলতা আসবে। এই পরামর্শ গুরুজন শিক্ষক-শিক্ষিকা দেন সর্বক্ষণ। কিন্তু পরামর্শতেই যে কাজ হয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাতের লেখা পরিবর্তন হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ে। লেখার সৌন্দর্যে সেভাবে পরিবর্তন দেখা যায় না।
advertisement
আরও পড়ুন :  রাজ্যের ৩ জেলায় আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, সঙ্গে ঘণ্টায় বয়ে যাবে ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া
বর্তমান ডিজিটাল সময়ে হাতে লেখার প্রবণতা কম হয়েছে। কিন্ত কোনও অংশে গুরুত্ব কমেনি। শুধু স্পষ্ট হাতের লেখা নয়, তার সঙ্গে রয়েছে অকৃত্রিম সৌন্দর্য। হাওড়ার এক বিশিষ্ট ব্যক্তি, একজন শিক্ষক ও শিল্পীর হাতে লেখা শিল্পকর্মই বটে। সুশ্রী হাতের লেখার পারদর্শী  শিব ঘোষ। তাঁর শিল্পকর্মের বাংলা জুড়ে সুনাম রয়েছে। তাঁর অসংখ্য শিল্প সৃষ্টিতে আস্ত একখানা মিউজিয়াম তৈরি হয়েছে তাঁর বাড়িতে।  সুনামের পাশাপাশি হাতের লেখাতেও তিনি প্রশংসিত বহু গুণীজনের কাছে। তাঁর শিল্পকর্ম অকল্পনীয় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন শিল্প সৃষ্টি করে চলেছেন। সেই সঙ্গে তিনি সুন্দর হাতে লেখার অধিকারী।
advertisement
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah Calligrapher: হাতের লেখার শৈল্পিক সৌন্দর্যে বাংলা জুড়ে বাজিমাত এই হস্তলিপি শিল্পীর
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement