Ed Raid: ইডি-র র‍্যাডারে টাওয়ার গ্রুপের কর্ণধার! হাওড়ায় তোলপাড় ফেলল তদন্তকারী সংস্থা

Last Updated:

Ed Raid: সূত্র মারফত জানা গিয়েছে চিটফান্ড কান্ডে তাঁরা এদিন হাওড়ায় আসেন। তল্লাশি ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।

চিটফান্ড কাণ্ডে তদন্ত শুরু
চিটফান্ড কাণ্ডে তদন্ত শুরু
হাওড়া: দীর্ঘ সাত ঘন্টা জেরা করার পর ইডি অধিকারীকরা বেরোলেন বাড়ি থেকে। হাওড়ার জগাছার ধাড়সায় টাওয়ার গ্রুপের কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতেই বুধবার সকালে হানা দেয় ইডি। কিন্তু ইডির আধিকারিকরা ক্যামেরর সামনে মুখ খোলেননি। বুধবার সকাল থেকেই ইডির আধিকারিকরা জগাছার ধাড়সায় রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালান। সূত্র মারফত জানা গিয়েছে চিটফান্ড কান্ডে তাঁরা এদিন হাওড়ায় আসেন। তল্লাশি ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।
এদিন বিকেলে দীর্ঘ সাত ঘন্টা জেরা করার পর তাঁরা কেন্দ্রীয় বাহিনী সহকারে রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে এদিন ইডির আধিকারিকরা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেন নি। তাঁরা রমেন্দু চ্যাটার্জির বাড়ি থেকে বেরিয়ে সোজা তাদের গাড়িতে ওঠেন। প্রসঙ্গত হাওড়া জগাছার ধাড়সায় ED হানা। বুধবার সকালে আসেন টাওয়ার গ্রুপে কর্ণধার রামেন্দু চ্যাটার্জির বাড়িতে ED আধিকারীরা ।
advertisement
advertisement
প্রাথমিক ভাবে জানা গেছে, আয় সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি আধিকারিকরা উপস্থিত হয়। টাওয়ার গ্রুপে কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায় আপাতত রয়েছেন জেলে। এদিন সকাল থেকেই ইডির আধিকারিকরা টাওয়ার গ্রুপের কর্নধার রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় বলে জানা যায়। বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছিল।
advertisement
সাধারণত চিটফান্ড কান্ডে এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাওড়ার জগাছার ধাড়সায় রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন। চিটফান্ড কান্ডে আয় বহির্ভূত বিষয়টি খতিয়ে দেখার জন্য এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই হানা বলে সূত্র মারফত জানা গিয়েছে।
-----রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Ed Raid: ইডি-র র‍্যাডারে টাওয়ার গ্রুপের কর্ণধার! হাওড়ায় তোলপাড় ফেলল তদন্তকারী সংস্থা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement