Howrah News: জমি থেকে আলু উঠতেই মাথায় হাত কৃষকের! দাম পড়ে গিয়েছে, ভবিষ্যতে লাভের জন্য হিমঘরে রাখার টাকাও নেই

Last Updated:

২-৪ দিন রফতানি হয়েই তা বন্ধ হয়ে যায়। নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই পরিস্থিতিতে কয়েকশো আলু চাষি মাঠ থেকে আলু তুলে জমিতেই মজুত রেখেছেন। কী করবেন বুঝে উঠতে পারছেন না।

+
title=

হাওড়া: গত কয়েক বছর ধরেই আলুর বাজার দর ভাল যাচ্ছে। ফলে বেশ কিছুটা লাভ হয়েছে কৃষকদের। সেই আশাতেই এবারে আরও বেশি পরিমাণে আলু চাষ করেছেন কৃষকরা। ভেবেছিলেন এবারও আলুর ভালো দাম পাবেন। হাওড়ার রসপুর, কোটাল পাড়া, বলাই মাঝি, চাকপোতা, কলিকাতা, সোমেশ্বর গ্রামে কয়েকশো একার জমিতে আলু চাষ হয়েছে। কিন্তু ফলন ভালো হলেও হঠাৎই আলুর দাম পড়ে গিয়েছে। ফলে মাথায় হাত কৃষকের।
মরশুমের শুরুতে পাইকারি ব্যবসায়ীরা আলু কিনছিলেন রফতানি করবেন বলে। এতে আশার আলো দেখছিলেন কৃষকরা। কারণ আলু যত বেশি রফতানি হবে তত ভালো দাম পাওয়া যাবে। কিন্তু ২-৪ দিন রফতানি হয়েই তা বন্ধ হয়ে যায়। নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই পরিস্থিতিতে কয়েকশো আলু চাষি মাঠ থেকে আলু তুলে জমিতেই মজুত রেখেছেন। কী করবেন বুঝে উঠতে পারছেন না।
advertisement
advertisement
অনেক কৃষকই ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই দাম পড়ে যাওয়ায় ঋণের টাকা কী করে শোধ করবেন তা ভেবে পাচ্ছেন না। এই অবস্থায় হিমঘরে আলু মজুত করবেন সেই টাকাও নেই কৃষকদের কাছে। কারণ স্টোরে রাখতে গেলে আলুর বস্তা পিছু ৩০ থেকে ৪০ টাকা খরচ পড়ছে। এই টাকা খরচ করে হিমঘরে আলু রাখা বহু কৃষকের পক্ষেই অসম্ভব।
advertisement
এই বিষয়ে বহু কৃষক জানান, এই মুহূর্তে তাঁরা ভালো দাম পাবেন না বুঝে গিয়েছেন। ঠিক দাম পেতে হলে হিমঘরে আলু রাখতে হবে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে হিমঘরে টাকা খরচ করে আলু রাখার মত অর্থ নেই বেশিরভাগ কৃষকের। তাঁদের মতে, আলুর রফতানি বন্ধ হয়ে যাওয়ায় বাজারে যোগান বেড়ে গিয়ে দাম কমে গেছে। বর্তমানে জমি থেকে সব আলু উঠছে ফলে দাম আরও কমবে।এই প্রসঙ্গে আলু চাষি যামিনী রঞ্জন মালিক জানান, চার বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয়েছিল প্রায় ৮০-৯০ হাজার টাকা। কিন্তু বর্তমানে সেই আলু তাঁরা পাইকারদের বড়জোর চার থেকে পাঁচ টাকা কেজি দরে বিক্রি করে দাম পাচ্ছেন। এই পরিস্থিতিতে না মেটানো যাবে ঋণ না তাঁদের কাছে ভবিষ্যতের লাভের মুখ দেখার জন্য হিমঘরে আলু রাখার টাকা আছে। সব মিলিয়ে ভয়াবহ ক্ষতির মুখে দাঁড়িয়ে আলু চাষিরা। তাঁরা এখন বাঁচার জন্য সরকারের মুখের দিকে তাকিয়ে।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: জমি থেকে আলু উঠতেই মাথায় হাত কৃষকের! দাম পড়ে গিয়েছে, ভবিষ্যতে লাভের জন্য হিমঘরে রাখার টাকাও নেই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement