South 24 Parganas News: নাবালিকা ধর্ষণে ২০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ পকসো আদালতের

Last Updated:

পুলিশ তদন্তে নেমে প্রধান অভিযুক্ত অশেষ হাজরাকে ধরে ফেলে। ধৃতের বিরুদ্ধে পুলিশ ধষর্ণ ও পকসো আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। দ্রুত তথ্য প্রমাণ জোগাড় করে চার্জশিট জমা দেয় পুলিশ। মাত্র বাইশ দিনের মধ্যে এই ঘটনার চার্জশিট জমা করেন তদন্তকারী সাব ইন্সপেক্টর শেখ শাকিব।

 অভিযুক্ত অশেষ হাজরা
অভিযুক্ত অশেষ হাজরা
দক্ষিণ ২৪ পরগনা: ধর্ষণকারীকে ২০ বছরের সশ্রম কারাদন্ড দিল কাকদ্বীপ মহকুমা আদালত। ২০১৮ সালের ৯ আগস্ট নামখানায় এক নাবালিকাকে খেলনার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী অশেষ হাজরা। বিষয়টি ওই নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা জানতে পেরে হাতেনাতে ধরে ফেলে অভিযুক্তকে। নামখানা থানায় অভিযোগ দায়ের হয়।
পুলিশ তদন্তে নেমে প্রধান অভিযুক্ত অশেষ হাজরাকে ধরে ফেলে। ধৃতের বিরুদ্ধে পুলিশ ধষর্ণ ও পকসো আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। দ্রুত তথ্য প্রমাণ জোগাড় করে চার্জশিট জমা দেয় পুলিশ। মাত্র বাইশ দিনের মধ্যে এই ঘটনার চার্জশিট জমা করেন তদন্তকারী সাব ইন্সপেক্টর শেখ শাকিব।
advertisement
advertisement
এই ঘটনর বিচার কাকদ্বীপ পকসো আদালতে চলছিল। বৃহস্পতিবার পোকসো আদালতের বিচারক সর্বানী মল্লিক চট্টোপাধ্যায় অভিযুক্ত অশেষ হাজরাকে দোষী সাব্যস্ত করে এই মামলার সাজা ঘোষণা করেন। ২০ বছরের সশ্রম কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। পাশপাশি সরকারকে নির্যাতিতার পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালে কাকদ্বীপে পকসো আদালত চালু হয়। সেই আদালত এই প্রথম কোনও মামলার রায় দিল। আদালতের এই রায়ে খুশি নাবালিকার পরিবার ও পুলিশ।
advertisement
বিশ্বজিৎ হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নাবালিকা ধর্ষণে ২০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ পকসো আদালতের
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement