Howrah News: প্রায় ২ বছর বন্ধ ডাউন লাইনের টিকিট কাউন্টার, দুর্ভোগে রেল যাত্রীরা

Last Updated:

সমস্যায় রেল যাত্রীরা দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার সাঁকরাইল রেল স্টেশনে, সাঁকরাইল রেল স্টেশনে ডাউন লাইনে প্রায় ২ বছর বন্ধ টিকিট কাউন্টার।

+
title=

#হাওড়া: সমস্যায় রেল যাত্রীরা দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার সাঁকরাইল রেল স্টেশন। দেশ জুড়ে প্রতিদিন কোটি কোটি মানুষ রেলে সফর করেন। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে সম্ভব হয়েছে রেল মাধ্যমে, ভ্রমণ বা কাজকর্ম দেশের সমস্ত স্তরের মানুষের কাছে অন্যতম হলো রেল ব্যবস্থা। এর অন্যতম কারণ হিসাবে মনে করা হয়, সড়ক পথের যানজট থেকে মুক্তির পাশাপাশি খরচে সাশ্রয়।
ভারতীয় রেল যাত্রীদের বিভিন্নভাবে সুবিধা পৌঁছে দিতে তৎপর, যতদিন এগোচ্ছে ততই দেখা যাচ্ছে ভারতীয় রেল নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে যাত্রীদের কথা মাথায় রেখে। যেখানে যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন উদ্যোগ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে অন্য ছবি হাওড়ার সাঁকরাইল রেলস্টেশনে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রতিশ্রুতিই সার! উলুবেড়িয়ার ফুলেশ্বর বাস স্টপের বেহাল দশা
প্রায় দুই বছর ধরে দুর্ভোগে হাজারো যাত্রী। প্রতিদিন হাজারো মানুষ সাঁকরাইল রেলস্টেশন হয়ে যাতায়াত করেন সাঁকরাইল এর এক দিকে রয়েছে হাওড়া অন্যদিকে মেদিনীপুর।
বিশেষ করে সাঁকরাইল রেলস্টেশন সংলগ্ন ইন্ডাস্ট্রি এলাকা রয়েছে। সেই সমস্ত কারখানার বহু সংখ্যক শ্রমিক প্রতিদিন যাতায়াত করেন সাঁকরাইল রেলস্টেশন হয়ে, দিন দিন যাত্রী চাপ বৃদ্ধি পাচ্ছে সাঁকরাইল স্টেশনে। তবে দুই বছর যাবত দুর্ভোগের শিকার রেল যাত্রীরা, প্রায় ২ বছর বন্ধ ডাউন লাইনের টিকিট কাউন্টার।
advertisement
প্রতিদিন উড়ালপুল পেরিয়ে আপলাইনের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটা একদিকে যেমন যানজট ভোগ করত, তেমনি সময লাগছে ঢের। উড়ালপুল পেরিয়ে যেতে বেশ কিছুটা সময় লাগছে তাতেই কখনো ট্রেনমিস আবার কখনো বয়স্ক যাত্রীরা পড়ছে সমস্যায়। কবে এই সমস্যা থেকে মিলবে মুক্তি সেই দিকে তাকিয়ে রয়েছে নিত্যযাত্রীরা।
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: প্রায় ২ বছর বন্ধ ডাউন লাইনের টিকিট কাউন্টার, দুর্ভোগে রেল যাত্রীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement