Hooghly News: মিলছে না আঙুলের ছাপ, চরম সমস্যায় একই পরিবারের তিন বিশেষভাবে সক্ষম

Last Updated:

Hooghly News: হাতের আঙুলের ছাপ না মেলায় চরম সমস্যার সম্মুখীন ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আরামবাগের হরিণখোলা-১ পঞ্চায়েতের পূর্ব কৃষ্ণপুর এলাকার বাসিন্দা তহীদ আলী খান ও তার পরিবারে পাঁচ সদস্য।

+
তিন

তিন প্রতিবন্ধী

আরামবাগ: হাতের আঙুলের ছাপ না মেলায় চরম সমস্যার সম্মুখীন ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আরামবাগের হরিণখোলা-১ পঞ্চায়েতের পূর্ব কৃষ্ণপুর এলাকার বাসিন্দা তহীদ আলী খান ও তার পরিবারে পাঁচ সদস্য।পরিবারে তার এক ভাই, এক বোন , ছেলে ও তারা স্বামী স্ত্রী । ভাই শুক্কুর আলি খানের বয়স ২৩।
বোন অঞ্জুলা বেগম, বয়স ২৭বছর ও ছেলে আরিফুল আলি খানের বয়স ১৪ বছর সকলেই জন্মগত প্রতিবন্ধী,হাত ও পা খুবই ছোট-ছোট, একেবারেই কাটারির মতো পাতলা পাতলা একেবারেই অস্বাভাবিক দেখতে। হাঁটা চলা তো করতেই পারে না ,ঠিক মতো কানেও ভাল শুনতে পায়না, আবার কেউই কথাও বলতে পারেনা।
advertisement
advertisement
পরিবারের সকলেরই দাবি, তারা জন্মগত প্রতিবন্ধী হলেও এখনও পর্যন্ত পাইনি কোনও সরকারি প্রতিবন্ধী ভাতা । এমনকি কোনও সরকারি প্রকল্পের সাহায্য পাইনি। এছাড়াও আঙুলের ছাপ না দিতে পারায় বর্তমানে পারছেন না রেশন সামগ্রীও। অভিযোগ এত বছর হয়ে গেলেও তারা বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসের দ্বারস্থ হলেও আজ পর্যন্ত পাইনি কোনও সরকারি সুযোগ সুবিধা।
advertisement
সরকারি সাহায্য বা ভাতা তো দূর তারা যে তিনজন রেশন দ্রব্য পাচ্ছে না তা জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ওই পরিবারের। পারিবারে মোট পাঁচ জন সদস্য হলেও রোজগেরে বলতে একমাত্র তহীদ আলি খান।নেই কোনও নিজস্ব বাড়ি,জমি লোকের বাড়িতে দিন মজুর খাটে।কোনওরকমে এভাবেই দিন যাপন করেন বলে জানান প্রতিবেশীরা।
advertisement
সরকারি সাহায্য না পাওয়ার অভিযোগ জানানোর পাশাপাশি নিজেদের কষ্টর কথা জানালেন প্রতিবন্ধী অঞ্জুলা,সবাই শুধু তাঁদের ছবি তুলেছে আর আশ্বাস দিয়েছে কিন্তু তাঁদের বাস্তব জীবনের কথা কেউ ভাবেনি বলে দাবি তার।আরামবাগে বদলি হয়ে এসেছে নতুন বিডিও,যদি তিনি তাঁদের মুখ চেয়ে কিছু একটা ব্যবস্থা করেন যাতে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা গুলি পায় । সেই আসাতে সপরিবারে এদিন বিডিও অফিসের দ্বারস্থ হন।যদিও এই বিষয়ে আরামবাগ বিডিও সুব্রত মল্লিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মিলছে না আঙুলের ছাপ, চরম সমস্যায় একই পরিবারের তিন বিশেষভাবে সক্ষম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement