Hooghly News: পঞ্চায়েত অফিসে ঢুকে ল্যাপটপ, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেল চোর!

Last Updated:

সব ঘরের দরজার চাবি ভাঙা অবস্থায় রয়েছে। সবকিছু খতিয়ে দেখে বোঝা যায় তিনটি ল্যাপটপ, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।

+
title=

হুগলি: গোঘাট পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরি। বুধবার সকালে কর্মীরা পঞ্চায়েত অফিসে এসে দেখেন বিভিন্ন ঘরের তালা-চাবি ভাঙা অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পঞ্চায়েত প্রধানকে। কর্মীদের থেকে অফিসের চুরির খবর শুনে ছুটে আসেন পঞ্চায়েত প্রধান মনীষা সেন।
হুগলির গোঘাট পঞ্চায়েতের অফিসে এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। প্রধান এসে সব কিছু দেখে জানান, আলমারির লক ভেঙে ল্যাপটপ নিয়ে গিয়েছে চোরের দল। সেই সঙ্গে অফিসের মূল্যবান কাগজপত্র চুরি হয়েছে বলেও দাবি করেন প্রধান।
advertisement
advertisement
গোঘাট পঞ্চায়েতের প্রধান মনীষা সেন বলেন, বুধবার সকালে অফিসে এসে দুই কর্মী দরজা খুলতেই হতবাক হয়ে যান। তাঁরা দেখেন সব ঘরের দরজার চাবি ভাঙা অবস্থায় রয়েছে। সবকিছু খতিয়ে দেখে বোঝা যায় তিনটি ল্যাপটপ, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। তিনি মনে করছেন আলমারি থেকে হয়ত আরও দরকারি কাগজপত্র খোয়া গেছে। পুরো বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানানো হয়েছে বলে পঞ্চায়েত প্রধান জানান।
advertisement
কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে এই চুরির ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে এলাকার মানুষের মধ্যে। বিশেষ করে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক চুরি হওয়ার বিষয়টিকে কেউ সহজভাবে দেখতে চাইছেন না। অনেকেই মনে করছেন এর পিছনে অন্য কোন‌ও গভীর ষড়যন্ত্র আছে।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পঞ্চায়েত অফিসে ঢুকে ল্যাপটপ, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেল চোর!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement