Alipurduar News: জলদাপাড়া থেকে লোকালয়ে ঢুকে পড়া তিনটি বাইসনকে কব্জায় আনতে নাজেহাল বনকর্মীরা

Last Updated:

জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে তিনটি বাইসন পূর্ব কামসিং ও উত্তর কামসিং গ্ৰামে ঢুকে পড়েছে। সকালবেলায় চাষের জমিতে কিছু একটা দৌড়ে যাওয়ার আওয়াজ পায় গ্রামবাসীরা। একটু সন্ধান করতেই তাঁরা দেখতে পান দূরে ছোটাছুটি করে বেড়াচ্ছে তিনটি বাইসন।

+
title=

আলিপুরদুয়ার: হঠাৎ জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়েছে তিনটি বাইসন। তাদের দাপাদাপিতে চাষ করা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু বাইসনগুলি এক গ্রাম থেকে অন্য গ্রামে দৌড়ে বেড়ানোয় সাধারণ মানুষের বিপদ দেখা দিতে পারে বলে আশঙ্কা। এমনকি বোনকর্মীরা এসেও তাদের সহজে বাগে আনতে পারেনি। ফলে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে এই তিনটি বাইসন দেখতে পূর্ব কামসিং ও উত্তর কামসিং গ্রামে ভিড় করেছে এলাকাবাসী। ফলে বাইসন তিনটিকে কব্জায় আনার কাজ সারতে সমস্যায় পড়তে হচ্ছে বন কর্মীদেরও।
বুধবার সকালে হঠাৎ খবর পাওয়া যায়, জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে তিনটি বাইসন পূর্ব কামসিং ও উত্তর কামসিং গ্ৰামে ঢুকে পড়েছে। সকালবেলায় চাষের জমিতে কিছু একটা দৌড়ে যাওয়ার আওয়াজ পায় গ্রামবাসীরা। একটু সন্ধান করতেই তাঁরা দেখতে পান দূরে ছোটাছুটি করে বেড়াচ্ছে তিনটি বাইসন। খবর দেওয়া হয় বনকর্মীদের। তাঁরা এসে পৌঁছনোর আগেই আলুর, সরষে, ভুট্টা খেতে হানা দিয়ে ফসল নষ্ট করে ওই বাইসন তিনটি।
advertisement
advertisement
এরপরই বাইসনগুলিকে ধরার জন্য চেষ্টা শুরু করেন বনকর্মীরা। এখনো পর্যন্ত এলাকায় আছেন বন দফতরের চিলাপাতা রেঞ্জের কর্মীরা। তবে গ্রামের উৎসাহী মানুষের ভিড় বাইসনগুলিকে কব্জায় আনার কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। দরকারে কাজে লাগতে পারে ভেবে ট্রাঙ্কুলাইজ মেশিন‌ও আনা হয়েছে। নিরাপত্তার জন্য উৎসাহী জনতাকে দূরে থাকার অনুরোধ করেন বনকর্মীরা।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জলদাপাড়া থেকে লোকালয়ে ঢুকে পড়া তিনটি বাইসনকে কব্জায় আনতে নাজেহাল বনকর্মীরা
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement