Accident News: ভয়ঙ্কর দুর্ঘটনা! গাড়ির ব্রেক কষতেই ভেদ করে ঢুকে পড়ল লোহার বিম! মারাত্মক পরিণতি চালকের

Last Updated:

Accident News: হাড় হিম করা ঘটনা, হুগলির বলাগড়ে। গাড়ির ব্রেক কোষতে গিয়ে ভয়ানক পরিণতি লরি চালকের। হুগলি বলাগড়ের নাটাগড় বাসস্ট্যান্ডে ঘটনায় স্তম্ভিত সকলে।

হুগলি: হাড় হিম করা ঘটনা, হুগলির বলাগড়ে। গাড়ির ব্রেক কোষতে গিয়ে ভয়ানক পরিণতি লরি চালকের। হুগলি বলাগড়ের নাটাগড় বাসস্ট্যান্ডে ঘটনায় স্তম্ভিত সকলে। স্থানীয় সূত্রে খবর, মগড়া থেকে কালনার দিকে খুব জোরে যাচ্ছিল লোহার বিম বোঝাই একটি লরিটি। বাম্পারের সামনে হঠাৎ ব্রেক কষতেই লরিতে থাকা লোহার বিম ড্রাইভারের কেবিনে চলে আসে। লরির চালক সামনের উইনশীল্ড ভেঙ্গে ঝুলতে থাকেন।
তাঁকে পিষে তাঁর উপর গিয়ে পড়ে বড় বড় লোহার বিম। গাড়ি চালককে কেবিন কেটে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রায় দেড় ঘন্টা উদ্ধার কার্য চালিয়ে ড্রাইভারকে উদ্ধার করা হয়। শেষমেষ পুলিশের সহায়তায় তাঁকে স্থানীয়রা জিরাট আহমেদপুর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাঁকে স্থানান্তরিত করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ির পিছনে রাখা ছিল বড় বড় লোহার বিম। এ সমস্ত বিম মূলত লোহার ব্রিজ তৈরির কাজে লাগে। গাড়িটি খুবই দ্রুত গতিতে আসছিল। সামনে বাম্পার দেখে হঠাৎ ব্রেক কোষতেই ঘটে দুর্ঘটনা। পিছনের ট্রেলারে থাকা সমস্ত লোহার বিম হুড়মড়িয়ে ট্রলার ভেদ করে চলে আসে ড্রাইভারের কেবিনে। সেখানে লোহার বিমের মধ্যে একেবারে পিষে যান গাড়ির চালক। পরে পুলিশ এসে গাড়ি কেটে গাড়ি চালককে উদ্ধার করে।
advertisement
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার ফলে এসটিকেকে রোড অবরুদ্ধ হয়ে পরে। বলাগড় থানার পুলিশ গিয়ে তিনটে ক্রেন নিয়ে এসে লরিটি সরায়। আহত ড্রাইভারকে প্রথমে জিরাট হাসপাতালে ও পরবর্তীতে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গাড়ি চালক ওই যুবক।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Accident News: ভয়ঙ্কর দুর্ঘটনা! গাড়ির ব্রেক কষতেই ভেদ করে ঢুকে পড়ল লোহার বিম! মারাত্মক পরিণতি চালকের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement