Hooghly News|| নিজের বিয়ে নিজেই রুখল নাবালিকা, পাচ্ছে সাহসিকতার পুরস্কার

Last Updated:

Hooghly News: : বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা, বিয়ে রুখতে স্কুলের দ্বারস্থ নবম শ্রেণির ছাত্রী। ঘটনা ধনিয়াখালি বিষ্ণুপুর এলাকার।

+
নিজের

নিজের বিয়ে নিজেই রুখল নাবালিকা

হুগলি: বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা, বিয়ে রুখতে স্কুলের দ্বারস্থ নবম শ্রেণীর ছাত্রী, ঘটনা ধনিয়াখালি বিষ্ণুপুর এলাকার। ছাত্রীর সাহসিকতার জন্য পুরস্কার ঘোষণা স্কুল ও প্রশাসনের। ছাত্রীর এই পদক্ষেপে একদিকে যেমন শোরগোল পরে যায় এলাকায় অন্যদিকে ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ গ্রামের মানুষ। এ দিন স্কুল চলাকালীন ওই ছাত্রী স্কুল শিক্ষিকাদের কাছে একটি আবেদন পত্র জমা দেয়, তাতে লেখা ছিল পরিবারের তরফ থেকে তাঁর বিয়ের ঠিক করা হয়েছে আগামী ১০ ফাল্গুন।একদিকে বিয়ের বয়স হয়নি, অন্যদিকে আরও পড়াশোনা করতে চায় বলে জানায় সে।
এ দিকে পরিবারের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছিল বিয়ের সমস্ত আয়োজন। পরিবারের লোকেরা নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছিলেন আত্মীয় স্বজনের বাড়ি। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সমস্ত কিছু জানতে পেরে প্রশাসনের দ্বারস্থ হন। খবর দেওয়া ধনিয়াখালী থানায় এবং স্থানীয় প্রশাসনকে। স্কুলে আসে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।
আরও পড়ুনঃ হু হু করে নামছে পারদ, ৪৮ ঘণ্টায় একেবারে বদলে যাবে পুরুলিয়ার আবহাওয়া, জানুন পূর্বাভাস
পুলিশের তরফ থেকে স্কুল থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয় ওই ছাত্রীকে এবং বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তাঁর যাতে বিয়ে দেওয়া না হয় তা সতর্ক করা হয় পরিবারের সদস্যদের, অন্যথা আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয় ক্লাস নাইনের ছাত্রী ওই নাবালিকার দেখাশোনার পর্ব মেটে সরস্বতী পুজোর দিন।বিয়ের দিনও ঠিক হয়ে যায় আগামী ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে। শেওড়াফুলির বছর ৩৫-এর এক যুবকের সঙ্গে তার বিয়ের ঠিক করে বাড়ির লোক। যদিও বিয়ের কথা যখন চলছিল তখন থেকেই বিয়ে করবে না বলে পরিবারকে বার বার জানায় ওই নাবালিকা। পরিবারের তরফ থেকে তার কথা না শোনায় অবশেষে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দ্বারস্থ হয় নাবালিকা।
advertisement
আরও পড়ুনঃ মেঝে হবে আয়নার মতো ঝকঝকে, শুধু 'এই' পন্থা মানুন, ম্যাজিক হবে নিশ্চিত
খবর পেয়ে স্কুলে আসে ধনিয়াখালি থানার পুলিশ। স্কুলের শিক্ষকদের নিয়ে নাবালিকার বাড়িতে এসে প্রশাসনের তরফ থেকে বোঝানো হয় ১৮ বছরের নিচে নাবালিকার বিয়ে দেওয়া আইনত অপরাধ। একইসঙ্গে পুলিশের তরফ থেকে নাবালিকার এই সাহসিকতার জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেন পুলিশ অধিকর্তারা।
advertisement
পুলিশে প্রশাসনের বোঝানোর পর নিজের ভুল স্বীকার করে নেয় নাবালিকার মা ডলি রায়। তিনি জানান, তাঁদের অভাবের সংসার, সংসার চালাতে হিমশিম খেতে হয়, সেই কারণেই মেয়ের বিয়ে দিয়ে দিতে চাইছিলেন। এখন তিনি তার ভুল বুঝতে পেরেছেন আগামীতে যতদিন না মেয়ে প্রাপ্তবয়স্ক হচ্ছে ততদিন তার বিয়ে নিয়ে জোর যার করবে না।অন্যদিকে, স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যয় তাঁর স্কুলের ছাত্রীর এই সাহসিকতার প্রশংসা করেন এবং ছাত্রীর সাহসিকতার পুরস্কার ঘোষণা করেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ কোনার জানান, রাজ্য সরকারের তরফ থেকে বার বার সচেতনতা প্রচারের ফল ছাত্রীর এই সাহসিকতা।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News|| নিজের বিয়ে নিজেই রুখল নাবালিকা, পাচ্ছে সাহসিকতার পুরস্কার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement