*ন্যাপথালিন বল: সাধারণত ন্যাপথালিন বল আলমারিতে রাখা হয় জামাকাপড় ভাল রাখতে। কিন্তু এই ন্যাপথালিন বল ঘর পরিষ্কার করাতেও কাজে আসে বেশ। একবার এমনি জল দিয়ে ঘর মুছে জলের মধ্যে কয়েকটা ন্যাপথালিন বল ফেলে দিতে হবে। আধ ঘণ্টা রেখে সেটা দিয়ে ঘর মুছতে হবে। এতে মেঝে পরিষ্কারও হবে আর সুন্দর গন্ধও বের হবে। প্রতীকী ছবি।