হোম » ছবি » লাইফস্টাইল » মেঝে হবে আয়নার মতো ঝকঝকে, শুধু 'এই' পন্থা মানুন, ম্যাজিক হবে নিশ্চিত

How to Clean Floors|| মেঝে হবে আয়নার মতো ঝকঝকে, শুধু 'এই' পন্থা মানুন, ম্যাজিক হবে নিশ্চিত

  • 18

    How to Clean Floors|| মেঝে হবে আয়নার মতো ঝকঝকে, শুধু 'এই' পন্থা মানুন, ম্যাজিক হবে নিশ্চিত

    *বাড়ি সুন্দর হলেই নিশ্চিন্ত থাকা যায় না। সেই বাড়ির প্রতি কোণ সুন্দর করে সাজিয়ে রাখা, ধুলো-ময়লা সাফ করে পরিষ্কার রাখা অনেক ঝামেলা। বিশেষ করে যেখানে স্বামী-স্ত্রী দুজনেই কর্মরত। শুধু কাজের লোকের উপর ভরসা থাকা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। প্রতীকী ছবি। 

    MORE
    GALLERIES

  • 28

    How to Clean Floors|| মেঝে হবে আয়নার মতো ঝকঝকে, শুধু 'এই' পন্থা মানুন, ম্যাজিক হবে নিশ্চিত

    *সপ্তাহে একদিন অন্তত তাই অনেকেই ঘর মোছার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু বাজারে যেসব পণ্য পাওয়া যায় সেগুলোর বিজ্ঞাপনী বাহারই বেশি, কাজে ততটা নয়। বাজারের পণ্যের উপর আর ভরসা করে লাভ নেই যেখানে, সেখানে বেছে নিতে হয় ঘরোয়া উপায়। প্রতীকী ছবি। 

    MORE
    GALLERIES

  • 38

    How to Clean Floors|| মেঝে হবে আয়নার মতো ঝকঝকে, শুধু 'এই' পন্থা মানুন, ম্যাজিক হবে নিশ্চিত

    *বেকিং সোডা: এক টেবিল চামচ বেকিং সোডা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঘর মুছলে মেঝে একদম চাঁদের মতো ঝকঝকে হয়ে যাবে। বেকিং সোডার মধ্যে ব্লিচিং উপাদান আছে যা বহুদিনের জমে থাকা ময়লা পরিষ্কার করে দেয়। এটা দিয়ে শুধু মেঝে নয় জানলা, দরজা, ওভেন সব পরিষ্কার করা সম্ভব। প্রতীকী ছবি। 

    MORE
    GALLERIES

  • 48

    How to Clean Floors|| মেঝে হবে আয়নার মতো ঝকঝকে, শুধু 'এই' পন্থা মানুন, ম্যাজিক হবে নিশ্চিত

    *ন্যাপথালিন বল: সাধারণত ন্যাপথালিন বল আলমারিতে রাখা হয় জামাকাপড় ভাল রাখতে। কিন্তু এই ন্যাপথালিন বল ঘর পরিষ্কার করাতেও কাজে আসে বেশ। একবার এমনি জল দিয়ে ঘর মুছে জলের মধ্যে কয়েকটা ন্যাপথালিন বল ফেলে দিতে হবে। আধ ঘণ্টা রেখে সেটা দিয়ে ঘর মুছতে হবে। এতে মেঝে পরিষ্কারও হবে আর সুন্দর গন্ধও বের হবে। প্রতীকী ছবি। 

    MORE
    GALLERIES

  • 58

    How to Clean Floors|| মেঝে হবে আয়নার মতো ঝকঝকে, শুধু 'এই' পন্থা মানুন, ম্যাজিক হবে নিশ্চিত

    *ভিনিগার: ভিনিগার হল এক প্রকারের অ্যাসিড। তাই যেখানে মেঝেতে কালো দাগ ছোপ পড়েছে বা অনেকদিনের পুরনো ময়লা জমে আছে সেখানে জলের মধ্যে ভিনিগার মিশিয়ে সাফ করতে হবে। প্রতীকী ছবি। 

    MORE
    GALLERIES

  • 68

    How to Clean Floors|| মেঝে হবে আয়নার মতো ঝকঝকে, শুধু 'এই' পন্থা মানুন, ম্যাজিক হবে নিশ্চিত

    *লেবুর রস: যে সব দাগ বা ময়লা যা সহজে দূর হয় না, তার জন্য রয়েছে লেবুর রস। প্রথমে জলের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুছে নিতে হবে। তার পর মেঝে শুকিয়ে গেলে এমনি জল দিয়ে মেঝে মুছে নিতে হবে। প্রতীকী ছবি। 

    MORE
    GALLERIES

  • 78

    How to Clean Floors|| মেঝে হবে আয়নার মতো ঝকঝকে, শুধু 'এই' পন্থা মানুন, ম্যাজিক হবে নিশ্চিত

    *বোরাক্স পাউডার: বোরাক্স পাউডার একটি শক্তিশালী উপাদান। এক টেবিল চামচ বোরাক্স পাউডার ঘরের মেঝে সাফ করতে যথেষ্ট। বোরাক্স পাউডার দিয়ে ঘরের মেঝে পরিষ্কার করলেও একই ফল পাওয়া যাবে। প্রতীকী ছবি। 

    MORE
    GALLERIES

  • 88

    How to Clean Floors|| মেঝে হবে আয়নার মতো ঝকঝকে, শুধু 'এই' পন্থা মানুন, ম্যাজিক হবে নিশ্চিত

    *ডিটারজেন্ট পাউডার: ডিটারজেন্ট পাউডার, যা কাপড় কাচার জন্য ব্যবহার হয়, ঘর মুছতেও কাজে লাগে। সামান্য মেশালেই কাজে দেবে। বেশি দিলে কিন্তু ফেনায় মেঝে চটচটে হয়ে যাবে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES