Hooghly News: মধ্যপ অবস্থায় গ্রামে ঢুকে মহিলাদের মারধর! দুই আবগারি কর্তার শাস্তি চেয়ে পথ অবরোধ সিঙ্গুরে
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অভিযুক্তদের না পেয়ে গ্রামের কয়েকটি বাড়িতে বাড়িতে ঢুকে মহিলাদের মারধোর করে বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে।
হুগলি: আবগারি কর্তারা গ্রামে ঢুকে মারধোর করছে, এই অভিযোগে সিঙ্গুরে পথ অবরোধ। গ্রামবাসীরা একত্রিত হয়ে ব্যানার-পোস্টার নিয়ে রাস্তার উপর বসে পড়ে। পরিস্থিতির সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, তলব করা হয় র্যাফকে।
সিঙ্গুরের বিরামনগর দেপাড়া এলাকায় এই ঘটনার সূত্রপাত। গ্রামবাসীদের অভিযোগ, রবিবার রাতে আবগারি দফতরের দুই অফিসার মদ্যপ অবস্থায় গ্রামে গিয়ে অবৈধ মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলেন। সেই সময় অভিযুক্তদের না পেয়ে গ্রামের কয়েকটি বাড়িতে বাড়িতে ঢুকে মহিলাদের মারধোর করে বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি ওই বাড়িগুলির বিভিন্ন আসবাবপত্রও ওই আবগারি কর্তারা ভাঙচুর করে। ফেরার সময় তারা গ্রামের অসুস্থ যুবক সুব্রত দে’কেও মারধোর করে। ওই ঘটনার পর সে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি আছে।
advertisement
advertisement
দুই আবগারি কর্তার এই তাণ্ডবের পরই ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে মারধোরের ঘটনায় অভিযুক্ত দুই অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। স্থানীয় বাসিন্দা তুহিনশুভ্র কোলে বলেন, ওই দুই আবগারি কর্তা গ্রামে ঢুকে যা করেছেন তা ভয়ঙ্কর অপরাধ। তাদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। না হলে তাঁরা যতদূর যেতে হয় যাবেন। এদিকে এই ঘটনার প্রতিবেদন প্রকাশ হওয়ার সময়েও বিষয়টি নিয়ে আবগারি দফতরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 8:18 PM IST







