Hooghly News: পানীয় জলের অভাবে বন্ধ হয়ে যেতে পারে স্কুল!
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পর্যাপ্ত পানীয় জলের অভাবে বন্ধ হওয়ার মুখে হুগলির আরামবাগের এক প্রাথমিক বিদ্যালয়
হুগলি: পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাটি আরামবাগের বরুনবেড়া প্রাথমিক বিদ্যালয়ে। জল সঙ্কট এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বন্ধ হয়ে যেতে পারে এই প্রাথমিক বিদ্যালয়টি। স্কুলের খোদ প্রধান শিক্ষক এই কথা জানিয়েছেন।
স্কুল বন্ধ হয়ে যেতে পারে এমন সমস্যাটা কী? জানা গিয়েছে, ওই প্রাথমিক স্কুলে একটি টিউওয়েল থাকলেও তা থেকে জল পড়ে না। কারণ জলস্তর অনেক নিচে নেমে গেছে। এর ফলে বিদ্যালয়ের নিত্যদিনের কাজের ব্যাঘাত ঘটছে। মূল সমস্যা হচ্ছে প্রতিদিনের মিড ডে মিল তৈরি করতে গিয়ে। ভাত,ডাল, তরকারি রান্নার জন্য যথেষ্ট জল প্রয়োজন। কিন্তু স্কুলের টিউবওয়েল থেকে জল না পড়ায় বাইরের টিউবয়েল থেকে জল নিয়ে আসতে হচ্ছে মিড ডে মিলের রাঁধুনীদের। ছোট ছোট খুদে পড়াদের খাওয়া-দাওয়ার পর স্কুলের বাইরে গিয়ে থালা-বাসন ধুতে হয়। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছেে যে খাবারের জল পর্যন্ত বাড়ি থেকে বোতলে করে আনতে হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের।
advertisement
advertisement
এই বিষয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা জানায়, বেশ কিছুদিন ধরে স্কুলের টিউবওয়েলেজল পাওয়া যাচ্ছে না, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি বাড়ি থেকে জল বেশি করে নিয়ে আসতে হচ্ছে। শুধু তাই নয় বাথরুমে পর্যন্ত জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছে আরামবাগের এই স্কুলের পড়ুয়ারা।
advertisement
অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক জানান, এমনিতেই জল সঙ্কট দেখা দিয়েছে গোটা এলাকায়। টিউওয়েল থাকলেও জলস্তর নেমে যাওয়ার কারণে জল পাওয়া যাচ্ছে না। ফলত বিদ্যালয়ের সমস্ত কাজ থেকে শুরু করে ছোট ছোট পড়ুয়াদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তাঁর দাবি, এই সমস্যার সমাধানে প্রশাসন দ্রুত উদ্যোগী হোক।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2023 1:41 PM IST









