Panchayat Election 2023: রাত ১২টা বেজে গেলেও শেষ হয়নি ভোট দান! হুগলিতে এক দফার পঞ্চায়েত ভোট চলল দু'দিন ধরে!
- Published by:Piya Banerjee
- local18
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Panchayat Election 2023: প্রায় দুই দিন গড়াতে যায় তবুও চলছে ভোট। পঞ্চায়েত নির্বাচনে এমনই অবস্থা হুগলিতে! জানুন
হুগলি: প্রায় দুই দিন গড়াতে যায় তবুও চলছে ভোট। পঞ্চায়েত নির্বাচনে এমনই অবস্থা হুগলির বলাগড়ে চর কৃষ্ণ বাটি ১৬,১৭ ও ১৮ নম্বর বুথে। সব থেকে শেষ পর্যন্ত ভোট দান চলে ১৬ নম্বর বুথে। আর এখানেই রাতের অন্ধকারে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছে এই এলাকায়। চর কৃষ্ণবাটি ওই এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২০৩১ জন। এতজন ভোটারের জন্য ছিল একটি মাত্র ভোটগ্রহণ কেন্দ্র। ভোট পর্ব চলছিল বলাগর চর কৃষ্ণবাটি হাই স্কুলে।
এত সংখ্যক ভোটারের জন্য একটি মাত্র ভোট গ্রহণ কেন্দ্র থাকায় প্রথম থেকেই খুব ধীর গতিতে চলছিল ভোট। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন সেখানকার ভোটাররা। রাত বারোটা বেজে গেল ভোট পর্ব শেষ করে ভোট কর্মীরা বেরোতে পারেননি স্কুল ছেড়ে। শেষ পর্যন্ত ভোট হয় চর কৃষ্ণবাটি ১৬ নম্বর বুথে।
advertisement
advertisement
বিরোধীদের অভিযোগ রাতের অন্ধকারের ভোটেই চলেছে ব্যাপক সন্ত্রাস। বেধড়ক মারধর করা হয় বিজেপি সমর্থকদের। আহত হন চারজন বিজেপি সমর্থক। তাদের মধ্যেই গুরুতর আহত হন বলাগড় বিধানসভার অন্তর্গত মণ্ডল ২ এর বিজেপির সভাপতি সুজয় বিশ্বাস। মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। ভোট উপভোগ পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে বলাগড় এলাকা। আহত বিজেপি মন্ডল সভাপতিকে প্রথমে জিরাট আহমেদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা দেখে তাকে পাঠানো হয় চুঁচুড়া সদর হাসপাতালে।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 12:45 AM IST