Hooghly News: নেতাজির স্মৃতি বিজড়িত বোস হাউসে তাঁকে নিয়েই আন্তর্জাতিক আলোচনা চক্র

Last Updated:

নেতাজিকে নিয়ে আন্তর্জাতিক আলোচনা চক্র আয়োজিত হয় হুগলির রিষড়ার বোস হাউসে।

প্রদীপ জ্বালিয়ে শুরু হয় অনুষ্ঠান
প্রদীপ জ্বালিয়ে শুরু হয় অনুষ্ঠান
হুগলি: নেতাজিকে নিয়ে আন্তর্জাতিক আলোচনা চক্র আয়োজিত হয় হুগলির রিষড়ার বোস হাউসে। রবিবার সন্ধ্যায় এই আলোচনা চক্রের মূল বক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ অধ্যাপক সুগত বসু ও নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির মিনিস্টার ইনচার্জ স্বামী সর্বপ্রিয়ানন্দ। বেলুড় রামকৃষ্ণ মিশনের প্রয়াসে আয়োজিত হয় এই আন্তর্জাতিক আলোচনা চক্র।
সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধানের খবর রিষড়া বোস হাউস থেকে ছড়িয়েছিল। বহু ইতিহাস বিজরিত সেই বোস হাউস বেলুরমঠের হাতে তুলে দেন পি এম সি গ্রুপের কর্নধার পরিতোষ মোহন চক্রবর্তী। গত বছর ফেব্রুয়ারী মাসে রিষড়া বাগখাল এলাকায় গঙ্গার পারে নেতাজির স্মৃতি বিজরিত বোস হস্তান্তর করা হয়। সেই বোস হাউসে আন্তর্জাতিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। বিষয় ছিল ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু ও শরৎচন্দ্র বসু সম্পর্ক সন্ধানে’, আলোচক মার্কিন যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ অধ্যাপক সুগত বসু।  ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্ম সাধনা ব্যবহারিক বেদান্তের আলোকে’,  আলোচক নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির মিনিস্টার ইনচার্জ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ।
advertisement
advertisement
নেতাজীর আজাদ হিন্দ ফৌজ গঠনের কর্মকান্ডে রিষড়া বোস হাউসের নিবির যোগ রয়েছে বলেন সুগত বসু।আজাদ হিন্দ ফৌজ স্মারক বক্তৃতায় তিনি বলেন,১৯৪১ সালে ২৬ জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধানের খবর রিষড়ার বোস হাউস থেকেই বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া হয়।ওই বছরেই খবর হয় নেতাজী কাবুল থেকে ইউরোপ পৌঁছে গিয়েছেন।১৯৪১ সালের এপ্রিল মাসে জাপানি কনসোল জেনারেল কাটসুমি ওকাজাকি শরৎ বসুর সঙ্গে রিষড়ার বোস হাউসে গোপনে দেখা করেন।সেখানে বসেই জাপান কী ভাবে ভারত বর্ষের স্বাধীনতা আন্দোলনে সহযোগিতা করবে সেই নিয়ে কথা হয়।বার্লিন থেকে টোকিও এর মারফত নেতাজীর বেতার বার্তা ওকাজাকি শরৎ বসু কে পৌঁছে দেন।একই ভাবে শরতের বার্তা ও নেতাজীর কাছে পৌঁছে দেওয়া হয় বেতার বার্তার মাধ্যমে বলে দাবি করেন সুগত বসু।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বেদান্তের আলোকে নেতাজীর কর্ম জীবন তুলে ধরেন স্বামী সর্বপ্রিয়নন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির রিষড়া বোস হাউস ক্যাম্পাসে এক দিনের আন্তর্জাতিক আলোচনা চক্র তে নেতাজিকে নিয়ে অনেক অজানা তথ্য উঠে আসে জনসমক্ষে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: নেতাজির স্মৃতি বিজড়িত বোস হাউসে তাঁকে নিয়েই আন্তর্জাতিক আলোচনা চক্র
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement