Doctor Collects Dolls from the World: ঘর ভর্তি ৬৬টি দেশের ছোট ছোট পুতুল! ক্যানসার বিশেষজ্ঞের গল্প শুনলে অবাক হবেন

Last Updated:

Doctor Collects Dolls from the World: ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক নিজের রোজগারের চল্লিশ শতাংশ অর্থ তিনি ব্যয় করে ফেলেন দেশ-বিদেশ ভ্রমণ করার জন্য। আর সংগ্রহ করেন নানা দেশের পুতুল।

+
পৃথিবীর

পৃথিবীর নানান দেশের পুতুল রয়েছে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জয় দাসের সংগ্রহতে

হুগলি: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'চাঁদের পাহাড়' উপন্যাসের শঙ্কর ঠিক যেমন অ্যাডভেঞ্চার প্রেমী, গ্রামের বাড়ি থেকে বসে সে চিন্তা করত আমাজনের জঙ্গলে ঘুরে বেড়াবে পরবর্তীতে তা বাস্তবায়ন করার জন্য অসংখ্য ঘাত-প্রতিঘাত সহ্য করে উঠে এসেছে। ঠিক তেমনি নবগ্রামের বাসিন্দা সঞ্জয় কুমার দাস স্কুল জীবন থেকে স্বপ্ন একজন 'গ্লোব ট্রটার' হওয়ার। বর্তমানে তিনি একজন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক। নিজের রোজগারের চল্লিশ শতাংশ অর্থ তিনি ব্যয় করে ফেলেন দেশ-বিদেশ ভ্রমণ করার জন্য। আর সংগ্রহ করেন নানা দেশের পুতুল।
হুগলির নবগ্রামের বাসিন্দা সঞ্জয় কুমার দাস। ছোটবেলায় ইতিহাস ভূগোলের বইয়ে বিভিন্ন দেশ-বিদেশের কাহিনিকে নিজের চোখে দেখার ইচ্ছা জন্মায়। সেই থেকেই ভ্রমণের প্রতি শুরু নেশা। ইতিমধ্যেই পৃথিবীর ১৯৫টি দেশের মধ্যে ৮৮টি দেশ তিনি ঘুরে এসেছেন। ভ্রমণের পাশাপাশি তার আরেকটি নেশাও রয়েছে। তা হল সংগ্রহের। যে যে দেশে তিনি ঘুরেছেন সেই সেই দেশে সংস্কৃতির বৈভব স্বরূপ সংগ্রহ করে রেখেছেন সেই সমস্ত দেশের পুতুল।
advertisement
advertisement
ফ্রান্স, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, যখনই সুযোগ পেয়েছেন, পৌঁছে গিয়েছেন সেখানে। সঙ্গে করে নিয়ে এসেছেন ছোট ছোট পুতুল। যাতে সেই সমস্ত দেশের সংস্কৃতি তুলে ধরা যায়।
advertisement
সঞ্জয়ের কথায় "পুতুলগুলি দেখলেই বোঝা যায় সেগুলি কোন দেশ থেকে আনা। যেমন নরওয়ে থেকে আনা পুতুল দেখতে এস্কিমোদের মতো, জাপানের পুতুলের সাজসজ্জা জাপানিদের মতো, আফ্রিকার পুতুলটি দেখতে আফ্রিকার জনজাতির মতো। পুতুলের সাজসজ্জা, পোশাক, এমনকি মাথার টুপি থেকে পায়ের জুতো সবই অবিকল সেখানকার জনজাতির সংস্কৃতিকে তুলে ধরে। আমার সংগ্রহে রয়েছে প্রায় ৬৬টি বিভিন্ন দেশের ছোট ছোট পুতুল।''
advertisement
সঞ্জয়বাবু জানিয়েছেন, ভ্রমণের নেশা তাঁর স্কুল জীবন থেকে। কলেজ জীবনে ডাক্তারি পড়াকালীন শুরু বিদেশ ভ্রমণ। এখন ডাক্তারি করে যা আয় করেন, তার ৪০ শতাংশ তিনি ব্যয় করে ফেলেন ভ্রমণে। কিন্তু ছাত্র জীবনে সেই অবকাশ ছিল না তাঁর। তখন এর যাত্রাপথ ছিল আরও কঠিন। বিভিন্ন দেশের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হত। সেই সমস্ত প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করতেন এবং ইন্টার্নশিপ করতে বিভিন্ন দেশে যেতেন। সেখানে গিয়েই তার কাজের ফাঁকে শনি রবিবার করে ঘুরে দেখতেন সেই দেশ। আর ভ্রমণে বেরোনোর আগে তার সঙ্গী ছিল সেই দেশের বই। বই পড়ে আগে থেকে তিনি ঠিক করে নিতেন কোথায় যাবেন এবং কী কী দেখবেন। বর্তমানেও কাজের ফাঁকে বিভিন্ন দেশের বই তিনি পড়তে শুরু করেন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Doctor Collects Dolls from the World: ঘর ভর্তি ৬৬টি দেশের ছোট ছোট পুতুল! ক্যানসার বিশেষজ্ঞের গল্প শুনলে অবাক হবেন
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement