Tourist Place near Kolkata: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর! অল্প সময়ে, নামমাত্র খরচে হাওয়া বদল করুন শহরের কাছে

Last Updated:

Tourist Place near Kolkata: সকালে বেরিয়ে সন্ধ্যায় ঘরে ফেরা যায় সহজে। কলকাতা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরত্বে অবস্থিত ফুলেশ্বর ডাক বাংলো। ফুলেশ্বর রেলস্টেশন থেকে অটো বা টোটোয় চেপে ১০ মিনিটের পথ।

+
ফুলেশ্বর

ফুলেশ্বর ডাকবাংলো

হাওড়া: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর! অল্প সময়ে, নামমাত্র খরচে মন ভালো করার মতো জায়গা খোঁজ চাই? হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র 'ফুলেশ্বর ডাকবাংলো' পিকনিক স্পট থেকে ঘুরে আসুন। একদিনের পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের কাছে। এই স্থানেই দীর্ঘদিন গবেষণার কাজে সময় কাটিয়েছেন বাঙালি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু।
জগদীশ চন্দ্র বসুর সেই বাংলো বাড়ি এবং তাঁর হাতে বসানো জোড়া বকুল গাছ রয়েছে এই স্থানে। গঙ্গা তীরের এই বাগানে পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষও ভিড় জমান, উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। চানা, মশলা মুড়ি আইসক্রিম মুখরোচক খাবারের নানা অস্থায়ী দোকান। আচার্য জগদীশচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত এই স্থান পর্যটককে আরও বেশি করে আকর্ষিত করে।
advertisement
advertisement
সারা বছরের শীতকালে সর্বাধিক পর্যটক আসেন। তবে গরমের বিকেলে মনোমুগ্ধ করা নদীর পাড়ে হাওয়ার টানে ফুলেশ্বর বৈকুণ্ঠপুর ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ ভির জমান। পর্যটন কেন্দ্রের গা ঘেঁষে নদীতে ছোট বড় জাহাজ নৌকো যা বিশেষ ভাবে আকর্ষণ করে পর্যটকদের। দক্ষিণ দিকে নদী উত্তর-পূর্ব দিক থেকে বয়ে এসে একটি চওড়া খাল‌ নদীতে মিশেছে। খাল এবং নদীর সঙ্গমস্থলে সারাদিন নৌকায় মাছ শিকারীদের প্রস্তুতি।
advertisement
এক দিনেই, সকালে বেরিয়ে সন্ধ্যায় ঘরে ফেরা যায় সহজে। কলকাতা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরত্বে অবস্থিত ফুলেশ্বর ডাক বাংলো। ফুলেশ্বর রেলস্টেশন থেকে অটো বা টোটোয় চেপে ১০ মিনিটের পথ। ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত 'ফুলেশ্বর ডাক বাংলো'।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Tourist Place near Kolkata: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর! অল্প সময়ে, নামমাত্র খরচে হাওয়া বদল করুন শহরের কাছে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement