Madhyamik 2023: অঙ্ক নিয়ে গবেষণা করতে চায় মাধ্যমিকে সপ্তম প্রান্তিক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করে আরামবাগের মুখ উজ্জ্বল করল আরামবাগ হাইস্কুলের ছাত্র প্রান্তিক গঙ্গোপাধ্যায়
আরামবাগ, হুগলি: শুক্রবার ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের। প্রতিবছরই মাধমিকের মেধা তালিকায় নাম থাকে আরামবাগের পড়ুয়াদের। এবারও তার ব্যতিক্রম হল না। এ’বছর মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করল আরামবাগ হাই স্কুলের ছাত্র প্রান্তিক গঙ্গোপাধ্যায়। ৭০০ নম্বরের মধ্যে ৬৮৬ নম্বর পেয়েছে প্রান্তিক। বাবা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট ওষুধের দোকান আছে। মা মিন্টু গঙ্গোপাধ্যায় গৃহবধূ। প্রান্তিক ভবিষ্যতে অঙ্ক নিয়ে রিসার্চ করতে চায়।
advertisement
প্রান্তিকের বাবা জানান, ” ছেলের রেজাল্টে গর্বিত! ভাবতেই পারছি না ছেলে রাজ্যে সপ্তম হয়েছে।” মা বলেন, ” ছোট থেকেই ছেলের পড়াশোনার প্রতি আগ্রহ। সারাদিনে ৮- ১০ ঘণ্টা পড়াশোনা করত। ”
advertisement
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 3:47 PM IST