Hooghly News: গাঁটে গোণা পড়ুয়া থাকা স্কুলের তালিকায় নাম, বন্ধ হয়ে যাবে কৃষ্ণবাটি জুনিয়র হাইস্কুল?
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
মাত্র ২৬ জন ছাত্রছাত্রী আছে। দু'জন শিক্ষক এবং ১ জন গ্রুপ-ডি কর্মীকে নিয়ে স্কুলটি চলছে। কিন্তু কম পড়ুয়ার জন্য স্কুলটি বন্ধ হয়ে গেলে কী হবে তাই ভেবে মাথায় হাত পড়েছে অভিভাবকদের। চিন্তায় আছেন শিক্ষক ও গ্রুপ-ডি কর্মীও।
হুগলি: কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সব স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা হাতে গোনা, সেগুলি নিয়ে প্রাথমিক পর্যায়ে একটি তালিকা তৈরি করেছে রাজ্য শিক্ষা দফতর। সেই প্রাথমিক তালিকা প্রকাশিতও হয়েছে। তাতে দেখা যাচ্ছে বাংলার মোট ৮২৭৬ টি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ এর কম। আর এই তালিকায় আছে আরামবাগ মহকুমায় ৯৬ টি স্কুল। তার বেশিরভাগই প্রাইমারি স্কুল। তবে কয়েকটি জুনিয়র হাইস্কুলও আছে সেই তালিকায়। এর মধ্যে রয়েছে পুড়শুড়া কৃষ্ণবাটি জুনিয়ার হাইস্কুলের নামও। ফলে এই স্কুলটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হুগলির কৃষ্ণবাটি জুনিয়র হাইস্কুল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সেখানে মাত্র ২৬ জন ছাত্রছাত্রী আছে। দু'জন শিক্ষক এবং ১ জন গ্রুপ-ডি কর্মীকে নিয়ে স্কুলটি চলছে। কিন্তু কম পড়ুয়ার জন্য স্কুলটি বন্ধ হয়ে গেলে কী হবে তাই ভেবে মাথায় হাত পড়েছে অভিভাবকদের। চিন্তায় আছেন শিক্ষক ও গ্রুপ-ডি কর্মীও।
advertisement
advertisement
এই প্রসঙ্গে প্রধান শিক্ষক বিভাস দাস বলেন, স্কুল বন্ধ হয়ে যাবে কিনা সে বিষয়ে কিছু বলতে পারব না। করোনার সময় লকডাউনের কারণে সুবিধার জন্য কিছু শিক্ষক-শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হয়। তাঁর মতে স্কুলে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকাতেই ছাত্রছাত্রীর সংখ্যা কমে গিয়েছে। তবে সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাঁরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন বলেও জানান।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2023 4:32 PM IST