Hooghly News: সব রাজ্যের রাজধানী, চারটে কবিতা, ১০ টি যানবাহন, বছরের ১২ মাসের নাম মুখস্থ ২ বছর ৯ মাস বয়সেই
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hooghly News: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অল্প বয়সে নাম তুলে ফেলল খুদে শিশু।মাত্র দু বছর ন-মাস বয়সে তাক লাগিয়ে দেয় খুদে শিশু। ওই খুদে শিশুর নাম সঞ্জনা নন্দী
শুভজিৎ ঘোষ, হুগলি: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অল্প বয়সে নাম তুলে ফেলল খুদে শিশু।মাত্র দু বছর ন-মাস বয়সে তাক লাগিয়ে দেয় সে। তার নাম সঞ্জনা নন্দী। হুগলি জেলার আরামবাগের দু'নম্বর ওয়ার্ডের সতীতলা এলাকায় তার বাড়ি।তার বাবা পেশায় একটি শপিংমলে কর্মরত এবং তার মা সাধারণ গৃহবধূ।সঞ্জনা এই বয়সে ২৯ রাজ্যের রাজধানীর নাম,চারটে কবিতা, দশটি যানবাহন ও বারোটি রং এর নাম বলতে পারে।পাশাপাশি বাংলা ও ইংরেজিতে বারোটি মাসের নাম-সহ জাতীয় ফুল ও জাতীয় ফল ইত্যাদি তার নাম মুখস্ত। খুদে সঞ্জনা নন্দীর কৃতিত্বে স্বাভাবিক ভাবে বাবা ও মা এবং পরিবারের লোকজন বেজায় খুশি।
এই বিষয়ে সঞ্জনা নন্দীর বাবা জানান, " ছোট থেকে পড়ার অভ্যাস আছে এবং বই নিয়ে পড়তে খুব ভালবাসত। আমরাও খুশি যে ছোট বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল। পুরো বিষয়টি সম্পূর্ণ আমার স্ত্রী দেখতেন। আমাদের ইচ্ছা ছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলানোর। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম জমা দিয়েছিলাম গত বছর ২২ ডিসেম্বর।" আরও যদি ভাল জায়গা পাই তাহলে চেষ্টা করব বলে জানান।
advertisement
আরও পড়ুন : পচাই কোথায়? চোখের জলে তন্নতন্ন করে খোঁজ চলছে পোষ্যর, শহর জুড়ে পোস্টার
অন্যদিকে এ বিষয়ে সঞ্জনার মা জানান, " ছোট থেকেই আস্তে আস্তে পড়াশুনা ও এই সব বিষয়ে নিজে হাতে তৈরি করেছিলাম। যা কিছু করাতাম সব বাড়িতেই করাতাম, খুব একটা টাইম দিতাম না তার কারণ ছোট বয়সের জন্য। খেলার মাধ্যম দিয়ে আমার মেয়েকে পড়াশোনা করাতাম। যখন দু'বছর চার মাস বয়স তখন থেকেই পড়াশোনা করাতে শুরু করলাম।"
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 2:23 PM IST