West Burdwan News : পচাই কোথায়? চোখের জলে তন্নতন্ন করে খোঁজ চলছে পোষ্যর, শহর জুড়ে পোস্টার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
West Burdwan Pet Dog: চোখের জল আর থামছে না পেশায় বিউটিশিয়ান রিনা মন্ডলের। তন্নতন্ন করে খুঁজে ফেলেছেন আদরের পোষ্য পচাইকে। পরিবারের ১০-১২ জন তন্নতন্ন করে গোটা দুর্গাপুর টাউনশিপ খোঁজ চালিয়েছেন।
নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : হারিয়ে গিয়েছে আদরের প্রিয় পোষ্য। যাকে মাতৃস্নেহে বড় করে তুলেছিলেন রিনা দেবী। সেই সন্তান-সহ পোষ্যের খোঁজ নেই বিগত কয়েকদিন ধরে। স্বাভাবিকভাবেই চোখের জল আর থামছে না পেশায় বিউটিশিয়ান রিনা মন্ডলের। তন্নতন্ন করে খুঁজে ফেলেছেন আদরের পোষ্য পচাইকে।
তাঁর পরিবারের ১০-১২ জন তন্নতন্ন করে গোটা দুর্গাপুর টাউনশিপ খোঁজ চালিয়েছেন। কিন্তু হদিশ পাওয়া যায়নি পচাইয়ের। যাকে রেখে গিয়েছিলেন এক অ্যানিমেল কমিউনিকেটর এর কাছে। কিন্তু তিনি যখন বাড়ি ফেরেন, তখন থেকেই আর খোঁজ নেই পচাইয়ের। তাই প্রিয় পোষ্যের হদিস পেতে রিনা দেবী এবার গোটা শহরজুড়ে পোস্টার লাগাচ্ছেন। শহরবাসীর কাছে কাতর আবেদন জানাচ্ছেন, পচাইয়ের খোঁজ দেওয়ার জন্য। খোঁজ দিতে পারলে পাঁচ হাজার টাকা পর্যন্ত নগদ পুরস্কার দিতেও তিনি রাজি।
advertisement
আরও পড়ুন : 'এসএমএসে নয়, এসে মিশে বই পড়ে জীবনকে খুঁজে পেতে হবে' বললেন প্রখ্যাত এই সাহিত্যিক
দুর্গাপুরের দেশবন্ধুনরের বাসিন্দা রিনা মন্ডল। তিনি পেশায় বিউটিশিয়ান। তার ছেলে গত আট বছর আগে জঙ্গল থেকে খুঁজে পেয়েছিল পোষ্য কুকুরটিকে। আদর করে নাম রেখেছিলেন পচাই। আট বছর ধরে তাকে মাতৃস্নেহে বড় করেছেন রিনা দেবী। চলতি মাসের ৪ তারিখ তাঁরা বাইরে গিয়েছিলেন। পচাইকে রেখে গিয়েছিলেন অ্যানিমাল কমিউনিকেটের এর কাছে। কিন্তু তারপর থেকে আর তিনি পঁচাইয়ের খোঁজ পাননি।
advertisement
advertisement
আরও পড়ুন : মাত্র পাঁচ হাজার টাকা ঋণ শোধ করতে না পারার কারণে খুন হতে হল টোটোচালককে
view commentsগত ৮ তারিখ বাড়ি ফিরে যখন তিনি পচাইকে আনতে যান, তখন জানতে পারেন পচাই হারিয়ে গিয়েছে। আর তারপর থেকেই চলছে খোঁজ তার। পাশাপাশি পুলিশের দ্বারস্থও হয়েছিলেন রিনা দেবী। যদিও লিখিত অভিযোগ এখনও জানাননি। পোষ্যেরখোঁজ পেতে শহর জুড়ে আপাতত পোস্টার লাগাচ্ছেন তিনি। কাঁদতে কাঁদতে তার কাতর আবেদন, 'পচাই এর খোঁজ দিন'।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 12:52 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : পচাই কোথায়? চোখের জলে তন্নতন্ন করে খোঁজ চলছে পোষ্যর, শহর জুড়ে পোস্টার