Hooghly News: আরামবাগের তেলুয়া শিশু শিক্ষা স্কুলে সংসদ! কেন তা জেনে নিন বিস্তারিত 

Last Updated:

রাজ্যের সমস্ত বিদ্যালয় বা কলেজে রয়েছে ছাত্র সংসদ। সেইমতো রাজ্যের নির্দেশে চালু হবে স্কুলগুলিতে শিশুর সংসদ। এই সংসদ স্কুলের ছাত্র-ছাত্রীদের একটি পার্লামেন্ট বলে জানা যায়। 

+
স্কুলে

স্কুলে ভোটদানের ছবি

#হুগলি: তেলুয়া শিশু শিক্ষা স্কুলে সংসদ। বিশ্ববিদ্যালয় বা কলেজের মতোই এবার শুরু হতে চলেছে প্রাথমিক বিদ্যালয়ের সংসদ। রাজ্যের সমস্ত বিদ্যালয় বা কলেজে রয়েছে ছাত্র সংসদ। সেইমতো রাজ্যের নির্দেশে চালু হবে স্কুলগুলিতে শিশুর সংসদ। এই সংসদ স্কুলের ছাত্র-ছাত্রীদের একটি পার্লামেন্ট বলে জানা যায়। ছাত্র-ছাত্রীদের সংসদের মধ্য দিয়ে বিদ্যালয়ে উন্নয়ন, ম্যানেজমেন্ট এবং সিদ্ধান্তের মতামত জানাতে পারবে বলে জানায় ভোট কবে হচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কুন্তল ঘোষাল জানিয়েছেন, ‘‘আজ আমাদের স্কুলে শিশু সংসদ ২০২৩ নির্বাচন হল। এই নির্বাচন সম্পূর্ণ শিশুদের দ্বারা পরিচালিত এবংশিশুদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এই শিশু সংসদের মূলত গঠনের উদ্দেশ্য হলো আমরা সেই সমস্ত নির্বাচিত শিশুদের কাছ থেকে ছেলেমেয়েদের ভালো-মন্দ এবং ভালোলাগা, খারাপ লাগা এই সমস্ত জিনিসগুলো জানব।স্কুল পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবে এবং আগামী দিনে স্কুল উন্নতির দিকে যায় তা লক্ষ্য রাখবে ছাত্র-ছাত্রীরা। তারা যেমন একদিকে স্কুলের মিডডে মিলের দিকে নজর রাখবে ঠিক অন্যদিকে স্কুলের রং তাদের পছন্দ মত হবে।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘সর্বোপরি স্কুলের খেলাধুলা,পড়াশোনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের দ্বারা পরিচালিত হবে। পুরো নির্বাচনটাই হল শিশুদের দ্বারা।’’
advertisement
এখানে বিশেষ করে প্রধানমন্ত্রী,খাদ্যমন্ত্রী,শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী গঠন হয়েছে বলে জানিয়েছেন। ছাত্ররা নিজের ভোটাআধিকার প্রয়োগ করেছে এবং তারা তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেছে। এই শিশু সংসদ আগামী দিনে একটা মজার ব্যাপার হোক এবং ছাত্র-ছাত্রীদের নেতৃত্ব দানের ক্ষমতা বাড়ুক এটাই আমাদের কাম্য।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: আরামবাগের তেলুয়া শিশু শিক্ষা স্কুলে সংসদ! কেন তা জেনে নিন বিস্তারিত 
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement