Hooghly News: গোটা বাড়ি ভেসে যেতে পারে, আতঙ্কে ঘুম উড়েছে গোটা পাড়ার
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Hooghly News: স্থানীয় সূত্রে খবর বৈদ্যবাটি রাজবংশী পাড়ার ওই অঞ্চলে মৎস্যজীবীদের বসবাস।
হুগলি: নদী ভাঙনের ফলে তলিয়ে যাচ্ছে বাড়ি ঘর। ফাটল ধরেছে একাধিক বাড়িতে। হুগলীর বৈদ্যবাটীর রাজবংশী পাড়ার মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ। দুশ্চিন্তা নদীর জলে তলিয়ে যাবে না তো তাঁদের বাড়িঘর! শীঘ্রই নদীর পাড় সংস্কার না হলে যে কোনদিন ঘটতে পারে বড়সড়ো বিপদ।
স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটি রাজবংশী পাড়ার ওই অঞ্চলে মৎস্যজীবীদের বসবাস। কম করে গোটা ৫০ পরিবার বসবাস করে নদী তীরবর্তী অঞ্চলে। নদী ভাঙনের ফলে বড় বড় ফাটল ধরছে তাঁদের বাড়িতে। নৌকা বাধার জন্য যে ঘাট ছিল সেই ঘাটও তলিয়ে গেছে নদীগর্ভে। নদীর ভাঙন গ্রাস করতে বসেছে স্থানীয় মানুষদের বাড়িঘর। তিল তিল করে জমানো টাকার তৈরি তাদের আস্তানা নদী গর্ভে তলিয়ে যাবার আশঙ্কায়।
advertisement
advertisement
স্থানীয় মানুষদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি। শীঘ্রই যদি নদীর পাড় সংস্কারের কাজ না শুরু হয় আগামী বর্ষার মধ্যেই সমস্ত মানুষের বাড়িঘর ভেঙে নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
বৈদ্যবাটি পুরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো ঘটনাস্থল পরিদর্শন করে আসেন। স্থানীয় মানুষদের আশ্বাস দেন খুব শীঘ্রই সেখানে সংস্কারের কাজ শুরু হবে। বিধায়ক ওকে এমডি এর কাছে লিখিত দরখাস্ত জমা দেওয়া হয়েছে।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 9:35 PM IST





