রেডিও-র কী গুন! বাড়ির হারিয়ে যাওয়া স্বজনকে মিলিয়ে দিল ‘এই ’ ভাবে

Last Updated:

Hooghly News: আড়াই মাস ধরে নিখোঁজ প্রৌঢ়কে ফিরে পেলো পরিবার, নেপথ্যে হ্যাম রেডিও 

+
হ্যাম

হ্যাম রেডিও-র কামাল

হুগলি: বাড়ি থেকে আড়াই মাস নিখোঁজ ছিলেন। বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করে কোন হদিস  পাচ্ছিলেন না। উত্তরপাড়া থানায় অভিযোগ  দায়ের করা হয় পরিবারের তরফে। এদিকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে পথ দুর্ঘটনায় আহত হয় ওই বৃদ্ধ। ডানকুনি থানার পুলিশ উদ্ধার করে ভর্তি করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। সেই থেকেই হাসপাতালে পড়েছিলেন। অবশেষে হ্যাম রেডিওর সাহায্যে নিজের পরিবারকে ফিরে পেলেন ওই বৃদ্ধ।
পরিবার সূত্রে খবর, দোলের দিন থেকে নিখোঁজ ছিলেন আদতে বিহারের বাসিন্দা রাজেশ্বর সাহানি। তার পরিবারের লোকজন কোন্নগরে থাকে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। কিন্তু সেই থেকে বৃদ্ধের কোন খোঁজ পুলিশ দিতে পারেনি।
আরও দেখুন
advertisement
হাসপাতাল সূত্রে খবর, এই বছর মার্চ মাসে দোলের পরদিন ডানকুনি থানা থেকে রাস্তায় দুর্ঘটনার কবলে পড়া এক বৃদ্ধকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে পুলিশ। এতদিন সেখানেই তার চিকিৎসা হয়েছে। বৃদ্ধের কোনও খোঁজ না পাওয়ায় হ্যাম রেডিওর সাহায্য নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
আরও দেখুন
পাশাপাশি ডানকুনি থানাতেও বিষয়টি জানানো হয়। বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করে বিহারের একটি ঠিকানা পায় হাসপাতাল কর্তৃপক্ষ। হ্যাম রেডিও বৃদ্ধের পরিবারের খোঁজখবর শুরু করে। বিহারের যে গ্রামে বাড়ি ছিল বৃদ্ধের সেই বাড়ি খুঁজে পায়। জানা যায় বৃদ্ধ পরিবার নিয়ে বছর পনেরো আগে কলকাতায় চলে এসেছেন। তাঁর এক আত্মীয়ের সঙ্গে কথা বলে বৃ্দ্ধের ছেলের ফোন নম্বর পায় হ্যাম রেডিওর সদস্যরা। শুক্রবার কোন্নগরের ছেলের ঠিকানা যায় হাম রেডিওর সদস্যরা। ছবি দেখে পরিবার শনাক্ত করে ওই বৃদ্ধকে।
advertisement
শনিবার হাসপাতাল থেকে বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় রাজেশ্বর সাহানিকে। বৃদ্ধকে খুঁজে পেয়ে স্বভাবতই খুশি তার পরিবার। হ্যাম রেডিওকেও ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বাসুদেব জোয়ারদার বলেন, হাসপাতালে এরকম অনেক রোগী আসে যারা চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে কিন্তু তাদের বাড়ি নিয়ে যাওয়ার মত কেউ থাকেনা।এটা সত্যিই আমাদের কাছে একটা দায়।ধন্যবাদ হাম রেডিওকে কে যারা এই বৃদ্ধকে বাড়ি ফেরাতে ব্যবস্থা সাহায্য করলেন।
advertisement
ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সদস্য জ্যোতি প্রকাশ মুখোপাধ্যায় বলেন,বিহারের বালিয়া জেলার বাসিন্দা এই বৃদ্ধ।হাসপাতাল থেকে জানানোর পর।আমাদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে বিহারে খোঁজা হয় তারপর সেখান থেকে কোন্নগরে তার ছেলের খোঁজ পাই আমরা।আজ বৃদ্ধ তার পরিবারের কাছে ফিরে যেতে পারল এতে ওরা যেমন খুশি হয়েছে হ্যাম রেডিও ক্লাবও খুশি।
Rahi Halder
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
রেডিও-র কী গুন! বাড়ির হারিয়ে যাওয়া স্বজনকে মিলিয়ে দিল ‘এই ’ ভাবে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement